শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন
সুরুজ মিয়ার প্রতিবেদন:
রাজধানী ভাষানটেক এলাকায় আজ রাত্র ১১ ঘটিকায় ২৩৪/২ নূুর মোহাম্মাদ খান মার্কটের ৫ তলায় কবির ফ্যাশন লিঃ কোম্পানির সোয়েরাট গোডাউনে আগুনের ঘটনা ঘটে।
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন তাই গোডাউন বন্ধ থাকায় ভিতরে কোন শ্রমিক ছিলো না। রাত আনুমানিক ১১ ঘটিকায় আগুন লাগলে পাশের ভবন থেকে আগুন দেখতে পেয়ে ডাকাডাকি করে এসময় এলাকার স্থানীয় লোকজন আগুন লাগার বিষয়টি দেখতে পেয়ে মিরপুর ফায়ার সর্ভিস ইউনিটে ফোন দিলে ফায়ার সর্ভিস ২ টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এসময় এলাকার লোকজনও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রয়া এক থেকে দেড় ঘন্টা পরে আগুন নিয়ন্ত্র করতে সক্ষম হয়।
যেহতু আজ গোডাউন বন্ধ ছিলো তাই কোন লোকজনের ক্ষয়ক্ষতি হয় নাই তবে আগুন নিয়ন্ত্রণে কাজ কারার সময় একজন সাধারন লোকের হাতে জানালার গ্লাস পরে রক্তাক্ত হয় পরে তাকে মেডিকেলে চিকিৎসার জন্য মেডিকেলে পাঠানো হয়।