শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার মাধবপুর পৌর সদরে ভাইয়ের সাথে সম্পত্তি বিরোধ কে কেন্দ্র করে ভাতিজাকে চুরির মিথ্যা মামলা দিয়ে হয়রানির খবর পাওয়া গেছে।
ভুক্তভোগী পৌর সদর ২ নং ওয়ার্ডের চৌধুরী পাড়ার বাসিন্দা ফিরোজ মিয়ার ছেলে রাব্বি মিয়া (২৩)।
মামলা সূত্রে জানা যায়, গত ১৭ জুন ২০২৪ দিবাগত রাত আনুমানিক ৩ টার সময় ফিরোজ মিয়ার ভাই একই বাড়ির খেলু মিয়ার ঘরে একটি চুরির ঘটনা ঘটে।
মামলার বিবরণ অনুযায়ী, ঐ রাতে খেলু মিয়া ঘরের মধ্যে মানুষের আনাগোনার শব্দে ঘুম ভেঙ্গে দেখে মামলায় উল্লেখিত ১ নং আসামী রাব্বি মিয়া ও অজ্ঞাতনামা ৩ জন ঘর হতে দৌড়ে বের হয়ে যায় কিন্তু বাদী ও অন্যান্যরা ভয়ে তাদের ধরতে যায় নি এবং পরে ঘর তল্লাশি করে দেখতে পায় তিনটি মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ মোট ৪,৩৯০০০ টাকা চুরি করে নিয়ে যায়।
ঘটনার এক মাস পরে খেলু মিয়া ১৭ জুলাই,২০২৪ এ মাধবপুর থানায় মামলা দায়ের করেন।
উক্ত মামলার বিষয়ে আসামী রাব্বির বাবা ফিরোজ মিয়া জানান, তার ভাই খেলু মিয়ার সাথে তার দীর্ঘদিন ধরে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। প্রতিশোধ নেয়ার জন্য তার ভাই খেলু মিয়া তার একমাত্র ছেলেকে মিথ্যা মামলায় ফাসিয়েছেন।
উল্লেখ্য ঘটনার দিনটি ছিল কোরবানির ঈদের দিন এবং নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশির সূত্রে জানা যায়, ঐ দিন রাব্বি বাড়িতেই ছিল না, কোরবানির মাংস নিয়ে সে পাশ্ববর্তী শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরে আত্মীয়ের বাড়িতে ছিল।
উক্ত মিথ্যা মামলা দায়ের করার পরে তৎকালীন এ এস পি (মাধবপুর সার্কেল) জনাব নির্মলেন্দু চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি তৎকালীন তদন্তকারী অফিসার এস আই মিজান কে পুনরায় তদন্তের নির্দেশ দেন। কিন্ত পরবর্তীকালে দেশের পরিস্থিতি ভিন্নরুপ ধারন করলে তখন আর তদন্ত হয়নি।
রাব্বির বাবা, মা জানান তারা বিষয়টি নিয়ে অনেক দুশ্চিন্তায় দিনযাপন করছেন।
তারা আরো বলেন, তারা ষড়যন্ত্রের শিকার।
উল্লেখ্য উক্ত বিষয়ে ৪ ডিসেম্বর ২৪, বর্তমান তদন্ত কর্মকর্তা এস আই শাহ আলমের কাছে অগ্রগতি জানতে ফোন দেয়া হলে, তাকে ফোনে পাওয়া যায় নি।