বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যেসব অপরাধের অভিযোগে আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ ছেলের ব্রেনওয়াশের চেষ্টার অভিযোগ সিদ্দিকের বিরুদ্ধে সাবেক স্ত্রী মিমের পাকিস্তান-ভারত যুদ্ধবিরতি সিদ্ধান্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি বাংলাদেশ সফরে আসছে না ভারত, স্থগিত হতে পারে এশিয়া কাপ আন্দোলনে নামা দলগুলোর উদ্দেশ্যে সরকারের নতুন বার্তা সারাদেশে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ১৫ শহরে পাকিস্তানের হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি ভারতের নারী অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র এপ্রিলেও বাড়তি রেমিট্যান্স, এলো ৩৩ হাজার ৮৪৯ কোটি টাকা কোস্ট গার্ডের অভিযানে হালিশহর এলাকা থেকে সোয়া ৪ কোটি টাকার বিদেশি মদ ও বিয়ারের চালান জব্দ
কর্ণফুলীতে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ১৩

কর্ণফুলীতে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ১৩

চট্টগ্রাম থেকে রিসান:

চট্টগ্রামের কর্ণফুলীতে জুয়ার আসর থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— বরিশাল রত্নপুর এলাকার আলী আব্বাস(২৪), মোঃ রায়হান (২০), মোঃ আরাফাত (১৯), মোঃ নাছির (২০), মোঃ তৌহিদ (১৯), মোঃ সিহান (২২), মোঃ শরীফ (১৯), মোঃ নাছির (৪৩), মোঃ সাজ্জাদ (২২), আব্দুল হাকিম (১৯), লক্ষীপুর রামগতি এলাকার মোঃ শরীফ (২০), মোঃ মেহেরাজ (২৪) এবং চরলক্ষ্যা সূর্য শীলের বাড়ির শীপ্লক শীল (৪৫)। তারা ওই এলাকার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরলক্ষ্যা মৌলভীবাজার এলাকায় একটি বসতঘরে অভিযান পরিচালনা করে ১৩ জনকে জুয়া খেলা অবস্থায় জুয়ার আসর থেকে গ্রেপ্তার করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com