শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

কর্ণফুলীতে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ১৩

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

চট্টগ্রাম থেকে রিসান:

চট্টগ্রামের কর্ণফুলীতে জুয়ার আসর থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— বরিশাল রত্নপুর এলাকার আলী আব্বাস(২৪), মোঃ রায়হান (২০), মোঃ আরাফাত (১৯), মোঃ নাছির (২০), মোঃ তৌহিদ (১৯), মোঃ সিহান (২২), মোঃ শরীফ (১৯), মোঃ নাছির (৪৩), মোঃ সাজ্জাদ (২২), আব্দুল হাকিম (১৯), লক্ষীপুর রামগতি এলাকার মোঃ শরীফ (২০), মোঃ মেহেরাজ (২৪) এবং চরলক্ষ্যা সূর্য শীলের বাড়ির শীপ্লক শীল (৪৫)। তারা ওই এলাকার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরলক্ষ্যা মৌলভীবাজার এলাকায় একটি বসতঘরে অভিযান পরিচালনা করে ১৩ জনকে জুয়া খেলা অবস্থায় জুয়ার আসর থেকে গ্রেপ্তার করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com