শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ছয় মাসে গ্রেপ্তার ১১৩২৩, মামলা নিষ্পত্তি ৫৫৫৮ শ্রীবরদীতে মেধাবী শিক্ষার্থী সুবর্ণার পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কুড়িগ্রামে বসতবাড়ির পিছনের গাছ থেকে ১০ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার প্রশিক্ষা ধরণীগঞ্জ শাখার কিস্তি অফিসার আজম ইসলামের অনৈতিক প্রস্তাব: ভুক্তভোগীর পরিবার ক্ষোভে ফেটে পড়েছে অনলাইনে চাকরি ও ব্যবসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল তারা নেপালে ফেসবুক, এক্স, ইউটিউবসহ জনপ্রিয় সামাজিক মাধ্যম বন্ধ শ্রীনগরে সার্চওয়ারেন্টে সেলিনা আক্তারের মালামাল জব্দ লক্ষীচাপ বল্লমপাঠে ফুটবল প্রীতি ম্যাচ: যুব সমাজকে মাদকমুক্ত রাখার উদ্যোগ সাংবাদিক হত্যা ও নির্যাতনের নিন্দা : ঢাকা প্রেসক্লাবের কঠোর প্রতিবাদ ও বিচারের দাবি মাদক-চাঁদাবাজি থেকে খুনী: ঢাকার ‘লেডি ডন’ গ্রেপ্তার
গৌরীপুরে ১ কোটি ৬১লাখ টাকার নতুন সড়ক নির্মাণের ৪৮ ঘন্টা না যেতেই উঠে যাচ্ছে সুরকি-পাথর এলাকাবাসীর অভিযোগ

গৌরীপুরে ১ কোটি ৬১লাখ টাকার নতুন সড়ক নির্মাণের ৪৮ ঘন্টা না যেতেই উঠে যাচ্ছে সুরকি-পাথর এলাকাবাসীর অভিযোগ

মোঃ কামরুল হাসান ( লিটন):

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের বৃবড়ভাগ থেকে বাংলাবাজার নতুন সড়ক নির্মাণে নিম্নমানের বিটুমিন, সুরকি, পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে। এছাড়াও রাস্তার দু’পাশে মাটি ভরাট ও পুকুর-খালের পাড়ে গাইডল নির্মাণ ছাড়াই ঝুঁকিপূণভাবে রয়েছে সড়ক নির্মাণের অভিযোগ। রাস্তার কার্পেটিং করার ৪৮ঘন্টার মধ্যেই উঠে যাচ্ছে সুরকি-পাথর।
গ্রামবাসীর অভিযোগের প্রেক্ষিতে শনিবার (২৫ জানুয়ারি/২৫) নির্মানাধীন সড়কে গিয়ে দেখা যায়, রাস্তার বিভিন্নস্থানে কার্পেটিং উঠে যাচ্ছে। রাস্তার দু’পাশে সড়ক নির্মাণ নতুনভাবে কোনো মাটি ভরাট করা হয়নি। খালপাড়ে ঝুঁকিপূণভাবে রাস্তা নির্মাণ করা হলেও দেয়া হয়নি গাইডল। যা এ সড়ক বর্ষায় মৌসুমে ধসে পড়ার শংকা রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আড়াই কিলোমিটার রাস্তাটি নির্মাণে প্রায় ১ কোটি ৬১ লাখ টাকা ব্যয় হয়েছে। বিগত সরকারের আমলে তৎকালিন এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এ সড়কের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। রাস্তাটি নির্মাণে অত্যন্ত নিম্নমানের খোয়া (ইটের সুরকী) ব্যবহার করা হয়েছে। বালির বদলে রাস্তায় দেয়া হয়েছে মাটি। এ প্রসঙ্গে বৃবড়ভাগ গ্রামের মৃত আলী নেওয়াজের পুত্র হাবিবুর রহমান হাবুল জানায়, রাস্তার কার্পেটিং করার সময় পিচ (বিটুমিন) অত্যন্ত নিম্নমানের ও কম ব্যবহার করা হয়েছে। যেকারণে পাথর খসে যাচ্ছে। রাস্তা নির্মাণের পরেই বিভিন্ন স্থানে ক্ষত দেখা দিয়েছে। একই গ্রামের মসজিদের মুয়াজ্জিন মো. বাচ্চু মিয়া (৬৫) জানায়, রাস্তা করে গেলো বৃহস্পতিবার। আজকে খালি পায়ে ঘষা দিলে সুরকি উঠে যাচ্ছে। বিটুমিন না দিয়ে সম্ভবত কালো রং ব্যবহার করা হয়েছে। মফিজুর রহমানের পুত্র বুরহামন মন্ডল বলেন, অত্যন্ত নিম্নমানের কাজ করা হয়েছে। ব্যবহার করা হয়েছে নিম্নমানের বিটুমিন ও সুরকি, তাই কাজও শেষ রাস্তার মেয়াদও শেষ হয়ে যাচ্ছে।
এ প্রসঙ্গে ঠিকাদার সাব্বির আহমেদ বলেন, আমি রাস্তা নির্মাণের জন্য সরকারের নির্ধারিত মানের বিটুমিন ও পর্যাপ্ত পাথর দেয়া হয়েছে। শ্রমিকরা কাজ করেছে। কোথাও ত্রুটি হওয়ার কথা নয়, এরপরেও কোনো সমস্যা হয়ে থাকলে তা মেরামত করে দেয়া হবে। সড়কটির নিম্নমানের তদারকির দায়িত্বে ছিলেন গৌরীপুর প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. এনামুল হক। তিনি বলেন, বৃহস্পতিবার সড়কটির নির্মাণ কাজ শেষ হয়েছে। কার্পেটিং উঠার যাওয়ার বিষয়টি সরজমিনে দেখে তারপর বলতে পারবো, কি কারণে হয়েছে!
উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব বলেন, মাত্র সড়কটি নির্মাণ কাজ শেষ হয়েছে। বিটুমিন আর পাথর একসাথে জমাট বাধতে একটু সময় লাগে। দু’একদিন গেলে রাস্তাটা ঠিক হয়ে যাবে। মাত্র কাজ শেষ হয়ে সেজন্য হয়তো এমন হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com