রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন
মোঃ সিদ্দিক আলী:
আজ ৭ ফেব্রুয়ারি শুক্রবার ২০২৫ নওগাঁ জেলার মান্দা উপজেলাধীন ১১ নং কালিকাপুর ইউনিয়নের চক মানিক গ্রামের মোঃ হাচেন আলীর পুত্র জামরুল ইসলাম( ৩২)ও একই গ্রামের পাশের বাড়ির আবুল যে হোসেন (আনুমনিক ৫৮-৬০)পিতা হযরত আলী ও তার ছেলে আব্দুল মতিন( ব্লক সুপারভাইজার হিসাবে রাজশাহীর বাগমারায় কর্মরত আছেন ব’লে জানা গেছে) আনুমানিক ২৭ উভয়ের মধ্যে মাছ ধরাকে কেন্দ্র করে বিবাদের সৃষ্টি হয়, এ বিবাদের এক পর্যায়ে আবুল হোসেন ও তার ছেলে আব্দুল মতিন বাঁশ ও কাঠ দিয়ে জামরুল ইসলামকে বেধকড় পিটাতে থাকে, এমতাবস্থায় মাটিতে পড়ে যায়, অবস্থার বেগতিক দেখে ভিকটিমের মা ও আরো লোকজন মিলে জামরুল কে উদ্ধার করে, এর কিছুক্ষন পরেই জামরুলের মৃত্যু হয়। আবুল হোসেন পালাতে সক্ষম হলেও তার ছেলেকে গ্রামের লোকজন ধরে ফেলে এবং মান্দা থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এবং লাশ ময়না তদন্তের জন্য থানা পুলিশ ব্যাবস্থা নেওয়া হয়ভিডিওতে ভিকটিমের মায়ের কথা রয়েছে। বাঁকি সংবাদ প্রর্যায়ক্রমে জানানো হবে।