বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নে থাই ও ভিসা চক্রের হোতা স্বপনের হাতে সাংবাদিক হানিফ লাঞ্ছিত হয়েছেন। স্বপন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে প্রবাসে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা চালিয়ে আসছে।
জানা গেছে, সাংবাদিক হানিফ প্রতারণার এই চক্রের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে স্বপন ও তার লোকজন তাকে লাঞ্ছিত করে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ, মানবাধিকার সংগঠন এবং সাধারণ মানুষ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
ভুক্তভোগী হানিফ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এ ধরনের প্রতারকচক্র যদি আইনের আওতায় না আসে, তবে আরও অনেক নিরীহ মানুষ তাদের ফাঁদে পড়বে।”
এ বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।