শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

নওগাঁর বদলগাছী সরকারী খাদ্য গুদাম থেকে ও এম এস এর চাল পাচারকালে জনতা হাতে জব্দ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

নওগাঁ থেকে উজ্জ্বল কুমার সরকার:

নওগাঁর বদলগাছী সরকারী খাদ্য গুদাম থেকে ওএমএস এর চাল ডিলারের ঘরে না নিয়ে পাচারকালে ভ্যান সহ সাধারণ জনতা হাতে নাতে জব্দ করেছে ১৫ বস্তা চাল। জব্দকৃত চাল থানায় পুলিশ হেফাজতে রয়েছে। স্থানীয়রা জানায়, সোমবার (৩ মার্চ) সকাল ৯টার পর খাদ্যগুদাম থেকে এক ভ্যানচালক ১৫ বস্তা ওএমএস এর চাল নিয়ে উত্তরদিকে যায়। কিছুদুর যাওয়ার পর চাল বোঝাই ভ্যানটি ঘুরে বিপরীত দিকে যায়। তখন স্থানীয় লোকজনের সন্দেহ হয়।

এসময় ভ্যান চালককে আটকিয়ে জানতে চাইলে চালের বস্তাগুলো বাইরে যাচ্ছে তখন জনতা জব্দ করে ইউএনও এবং থানর ওসিকে খবর দেয়। চাল উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। এ সময় অভিযান চালিয়ে জিদিরপুরে ইসমাইলের বাড়ি থেকে আরো ১৪ বস্তা ওএমএস এর চাল উদ্ধার করে পুলিশ। সেই সাথে ইসমাইলের স্ত্রী বিজলিকেও থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য।
অভিযোগ উঠে ওএমএস ডিলার আনোয়ার হোসেন টগরের চাল। তাৎক্ষণিকভাবে ইউএনও ইসরাত জাহান ছনি, থানার অফিসার ইনচার্জ শাহ্জাহান আলী, জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্বে থাকা পোরশা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক আমিনুর ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মোস্তারী পরিদর্শনে গিয়ে ডিলারের ঘরে গিয়ে চালের মজুদ ও হিসাব ঠিক পায় বলে তারা জানান এবং গুদামেও চালের হিসাবের কোন গড়মিল নেই। একই কথা বলেন ট্যাগ অফিসার। পরে খাদ্য গুদামে সিসি ফুটেজ খতিয়ে দেখলে জানা যায়, ছোট বড় ৩টি ভ্যানে সাজানো হচ্ছে চালের বস্তা। একটি ভ্যান আগে বের হয়। ওই ভ্যানটি জনতার হাতে জব্দ করা হয়। থানা হেফাজতে ইসমাইলের স্ত্রী বিজলি জানায় ভ্যানচালক বলেছে কোন ডিলার নাকি আমাদের বাসায় চাল রাখতে বলেছে আর আমি হলাম অপরাধী। ভ্যানচালক বলেছেন গুদামের লেবার সরদার চাল দিয়েছে। লেবার সরদারকে না পাওয়ায় তার মতামত পাওয়া যায়নি। ডিলার আনোয়ার জানান, আমার সমস্যা জনিত কারণে ইউসুফ নামে একজনকে অথারাইজ দিয়েছি, সেই চাল বিতরণ করছে। তাৎক্ষণাৎ তদন্তে আমার ঘরে চাল ঠিক পেয়েছে। গুদাম থেকে আমার চালের গাড়ি যখন আসে তখন সেখানে আরো একটি ভ্যান ছিল সেই ভ্যানের দায় দায়িত্ব আমার উপর দিলে তো হবে না! ইউএনও ইসরাত জাহান ছনিও সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্বে থাকা পোরশার খাদ্য নিয়ন্ত্রক আমিনুর ইসলাম জানান, তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com