সোমবার, ১০ মার্চ ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে স্বাস্থ্য সুরক্ষা আইনসহ পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জামায়াতের মহিলা সদস্যদের আন্তর্জাতিক নারী দিবস পালনের সভায় বিএনপি কর্মীদের হামলার অভিযোগ ডিমলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় পাইপ ভাংচুর, বোমা মেশিন জব্দ কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ২ রাজধানী ভাষানটেকে বিপুল পরিমানে গাঁজা এবং ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার হরিপুর আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ ইং উপলক্ষে আলোচনা সভা ভুট্টাক্ষেতে মিলল প্রিয় দ্বিতীয় স্ত্রীর মাথাবিহীন লাশ, প্রথম স্ত্রী নিয়ে স্বামী পলাতক সাংবাদিক ও মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ সাংবাদিকের নামে ষড়যন্ত্রমূলক বনখেকো চক্রের অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নওগাঁর বদলগাছী উপজেলার কৃতি সন্তান হাসান পেলেন ইন্টেল চাকরি, বছরে বেতন ২ কোটি টাকা
কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ২

কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে হঠাৎ করে ধর্ষণের ঘটনা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার মধ্যে এবার রাজধানীর অদূরে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় অন্তঃসত্ত্বা এক নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অটোচালকসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন-আশরাফুল ও দীপ সরকার।

আজ রোববার (৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম।

ওসি বলেন, ওই নারী শনিবার কর্মের খোঁজে চাঁদপুর থেকে ঢাকায় এসেছিলেন। সারাদিন কোথাও কর্ম খুঁজে না পেয়ে তিনি কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় রাতের বেলা হাঁটাহাঁটি করছিলেন। এ সময় দুই অটোচালক তাকে ডাক দেন। তারা তার কাছে জানতে চান তিনি কেন ঘোরাফেরা করছেন। তখন সেই নারী তাদের জানান, তিনি কর্মের খোঁজে ঢাকায় এসেছেন। কিন্তু তার কোথাও থাকার জায়গা নেই। এ কথা শুনে তারা তাকে থাকার ব্যবস্থা করবেন আশ্বাস দিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান। সেখানে আরও দুজন তাদের সঙ্গে যুক্ত হন। পরে তার চিৎকার-চেঁচামেচিতে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে।

ঘটনাস্থল থেকেই দুজনকে আটক করে জনতা। বাকি দুজন পালিয়ে যান। এরপর এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের আটক করে এবং অন্তঃসত্ত্বা সেই নারীকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে।

ওসি জানান, এই ঘটনায় আরও দুজন জড়িত। তাদের খোঁজা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারী সনাতন ধর্মাবলম্বী। তিনি একজন মুসলিম ছেলেকে বিয়ে করেছিলেন। বিয়ের পর তারা চাঁদপুরের মতলবে বাসা ভাড়া নিয়ে থাকতেন। গত চার মাস ধরে তার সেই স্বামী কোনো যোগাযোগ করছেন না এবং তার ফোন নাম্বারও বন্ধ। সম্প্রতি ওই নারী তার বাবার বাড়িতে চলে যান। কিন্তু পরিবারের লোকজন তাকে গ্রহণ করেনি। ফলে তিনি কাজের খোঁজে ঢাকায় আসেন।

প্রসঙ্গত, সম্প্রতি মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করে। এছাড়া গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও গণধর্ষণের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, যা রীতিমতো জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com