মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যেসব অপরাধের অভিযোগে আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ ছেলের ব্রেনওয়াশের চেষ্টার অভিযোগ সিদ্দিকের বিরুদ্ধে সাবেক স্ত্রী মিমের পাকিস্তান-ভারত যুদ্ধবিরতি সিদ্ধান্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি বাংলাদেশ সফরে আসছে না ভারত, স্থগিত হতে পারে এশিয়া কাপ আন্দোলনে নামা দলগুলোর উদ্দেশ্যে সরকারের নতুন বার্তা সারাদেশে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ১৫ শহরে পাকিস্তানের হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি ভারতের নারী অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র এপ্রিলেও বাড়তি রেমিট্যান্স, এলো ৩৩ হাজার ৮৪৯ কোটি টাকা কোস্ট গার্ডের অভিযানে হালিশহর এলাকা থেকে সোয়া ৪ কোটি টাকার বিদেশি মদ ও বিয়ারের চালান জব্দ
কিশোরগঞ্জে নিজ বাসার বাথরুম থেকে মাদ্রাসাশিক্ষকের গলাকাটা লাশ উদ্ধার

কিশোরগঞ্জে নিজ বাসার বাথরুম থেকে মাদ্রাসাশিক্ষকের গলাকাটা লাশ উদ্ধার

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি নিজাম উদ্দীন:

কিশোরগঞ্জে মাওলানা লুৎফুর রহমান (৬৫) নামের এক মাদ্রাসাশিক্ষক ও মসজিদের খতিবের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেলে জেলা শহরের শোলাকিয়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাঁর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত লুৎফুর রহমান কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার জ্যেষ্ঠ মুহাদ্দিস ও শহরের বটতলা কাছারি জামে মসজিদের খতিব ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গোসল করার জন্য বাথরুমে গেলে সেখানে লুৎফুর রহমানের গলাকাটা লাশ দেখতে পান তাঁর স্ত্রী।

ঘটনাস্থল পরিদর্শন করে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাস বলেন, ‘আমরা নিহত ব্যক্তির পরিবারের কাছ থেকে জানতে পেরেছি, দুপুরে মাওলানা লুৎফুর রহমান গোসলের জন্য বাথরুমে যান। দীর্ঘ সময় হয়ে গেলেও তিনি বাথরুম থেকে বের না হওয়ায় তাঁর স্ত্রীর সন্দেহ হয়। পরে তিনি বাথরুমে গিয়ে দেখেন, ভেতর থেকে লাগানো। এ সময় অন্যদের সহায়তায় বাথরুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন, রক্তাক্ত অবস্থায় মাওলানা বাথরুমের ফ্লোরে পড়ে আছেন। ওনার পাশেই ছিল একটি রক্তমাখা ছুরি। পরিবার জানিয়েছে, উনি নাকি বেশ কয়েক দিন ধরে মানসিক ভারসাম্যহীন আচরণ করছিলেন।’

পুলিশ রক্তমাখা ছুরি ও লাশ উদ্ধার করেছে। পরে লাশ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক পর্যায়ে পুলিশ বিষয়টিকে আত্মহত্যা হিসেবে দেখছে। তবে ময়নাতদন্তের পর এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন মনতোষ বিশ্বাস।

আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার প্রধান মাওলানা শাব্বির আহমেদ বলেন, কিছুদিন ধরে মাওলানা লুৎফুর রহমান ভারসাম্যহীন হয়ে গিয়েছিলেন। হয়তো এ কারণেই বাথরুমে এ ঘটনা ঘটেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com