মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সৎ মা-ভাইদের হামলায় বাবার বাড়ি থেকে বিতাড়িত অসহায় মেয়ে ও তার মা.. জীবনের ঝুঁকি নিয়ে তারা ঘুরছে প্রশাসনের দ্বারে দ্বারে প্রকাশিত সংবাদের প্রতিবাদ মা হারা, এতিম অসহায় মেধাবী শিক্ষার্থী মতিউরের স্বপ্ন– ডাক্তার হতে চাই দেবিদ্বারে ঈদের ছুটিতে ও থেমে নেই পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যসেবা কার্যক্রম হিন্দু-মুসলিম কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই বাংলাদেশি: স্বরাষ্ট্র উপদেষ্টা তারাবাড়িয়া ও বিলমহিষা গ্রামবাসীর উদ্যোগে আধুনিক সভ্যতার আড়ালে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যকে লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত অটো থেকে নামিয়ে জিম্মি, ৫০ হাজার টাকা ও মোবাইল ছিনতাই—জলঢাকায় শামীম ইসলামের অভিযোগে চাঞ্চল্য কেরানীগঞ্জে ‘আল্লাহ দান’ রিক্সার গ্যারেজে অবাধ জুয়া, এলাকাবাসীর ক্ষোভ বাগমারায় গোবিন্দপাড়া ইউপি চেয়ারম্যানের ঈদ উপহার বিতরণ নতুন উচ্চতায় প্রবেশ করছে বাংলাদেশ-চীন সম্পর্ক : ড. ইউনূস
সৎ মা-ভাইদের হামলায় বাবার বাড়ি থেকে বিতাড়িত অসহায় মেয়ে ও তার মা.. জীবনের ঝুঁকি নিয়ে তারা ঘুরছে প্রশাসনের দ্বারে দ্বারে

সৎ মা-ভাইদের হামলায় বাবার বাড়ি থেকে বিতাড়িত অসহায় মেয়ে ও তার মা.. জীবনের ঝুঁকি নিয়ে তারা ঘুরছে প্রশাসনের দ্বারে দ্বারে

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন পাদ্রীশিবপুর গ্রামে পৈত্রিক সম্পত্তির ভাগ বুঝে নিতে গিয়ে সৎ মা ও সৎ ভাইদের হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন নাছিমা বেগম (৪৫) ও মেয়ে আখি আক্তার (২৩)।

আখির বাবা আলমগীর সর্দার তার প্রথম স্ত্রী নাসিমা আক্তার তাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করে চলে যাওয়ার পরে তিনি আখির মাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। একে একে তার ঔরষে ও আমার মায়ের গর্ভে আখিরা তিন ভাই-বোন জন্মগ্রহণ করে। আখির বাবা ও আখির মা তাদের তিন ভাইবোনকে ও দুই সৎ ভাইকে কষ্ট করে বড় করেন। আখির মা বিভিন্ন সমিতি থেকে লোন নিয়ে ও ধার কর্জ করে আখিদের গ্রামের বসত বাড়ি নির্মাণ করেন। পরবর্তীতে দীর্ঘ ২০ বছর পর আখির সৎ মা নাসিমা তার তৎকালীন স্বামীর বাড়ি ময়মনসিংহ থেকে ফিরে এসে বিভিন্ন কলাকৌশল করে আখির বাবাকে জিম্মি করে আখির মাকে ও আখিদের তিন ভাইবোনকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। তারপর আখির মা একা বহু সংগ্রাম করে ইট ভাঙা থেকে শুরু করে মানুষের বাসায় কাজকর্ম করে অনেক পরিশ্রম করে আখিদের তিন ভাই-বোনকে বড় করেছেন। এরপর থেকে আখির মাকে আখির বাবা তাদের চাপে আর স্ত্রীর মর্যাদা দেয় নাই, আখিদের ভাই-বোনদের ভরনপোষণও দেয় নাই। এরপর আখির মা আমাদেরকে নিয়ে যতবার স্ত্রীর অধিকার চাইতে ও আখির বাবার বাড়িতে থাকিতে গিয়েছে প্রতিবারই আসামীরা আখির মাকে মারধর করেছে ও গালাগালি দিয়া বের করে দিয়েছে। এরপর থেকে আজ অবধি আখির মা ঢাকার নারায়ণগঞ্জে থেকে ইট ভেঙে ও মানুষের বাসায় কাজ করে আখিদের তিন ভাই-বোনকে অনেক কষ্টে বড় করেছেন ও মানবেতর জীবন যাপন করেছেন। প্রতি বছর যতবারই আখির মা তার স্বামীর বাড়িতে স্ত্রীর অধিকার নিয়া থাকতে গিয়েছেন ততবারই আখির বাবার ১ম স্ত্রী মোসাঃ নাসিমা তাহার দুই ছেলে আখির মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। এ নিয়ে আখি ও আখির মা বহুবার থানায় ও ইউনিয়ন পরিষদে বহু লিখিত অভিযোগ জমা দিয়েছে কিন্তু কোনো প্রতিকার পায় নাই। বিগত ১৩/০৯/২০২৪ ইং তারিখে আখি ও আখির মা আর্মিদের নিকট অভিযোগ দিলে তারা আখিদেরকে তাদের বাবার বাড়িতে একটি ঘরে তুলে দেয় এবং আখির বাবা মোঃ আলমগীর সরদারকে বুঝাইয়া বলে যায় যে আখিরাও তার ঔরসজাত সন্তান ও আখির মা তার আইনানুগ ২য় স্ত্রী তাই আখিদের যেন নির্বিঘ্নে তার বাড়ির একটি ঘরে থাকতে দেওয়া হয় কারণ এই ঘর তোলার জন্যও আখির মাকে দিয়া আখির বাবা ১,৫০,০০০/- (দেড় লক্ষ) টাকা ঋণ কিস্তিতে তুলেছিলো যা আমার মা বহু কষ্টে পরিশোধ করেছেন। এরপর আখিদের গ্রামের মেম্বার নাছির আখির বাবা মোঃ আলমগীর সরদার এর নিকট হতে স্ট্যাম্পে লিখিত একটি অঙ্গীকারনামা সম্পাদন করে আখিদেরকে দেয় যাতে উল্লেখ আছে যে তিনি আখিকে, আখির মা ও আখির ভাই-বোনদেরকে আলাদা একটি ঘর তুলে দিবেন এবং ঘর তুলে না দেওয়া পর্যন্ত আখির বাবার বসত বাড়িতে একটি রুমে আখিদের থাকবার ব্যবস্থা করে দিবেন। কিন্তু তারপরও আখির বাবা অঙ্গীকারনামার প্রতিশ্রুতিমতো আখিদেরকে এখনো ঘর তুলে দেন নাই এবং আখির সৎ মা ও সৎ ভাইয়েরা আখিদেরকে প্রতিনিয়ত গালাগালি করেছে ও মেরে ফেলার হুমকি দিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে এবং আখিদেরকে মারধর করে অনেকবারই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। প্রতিবারই আখিরা বাড়িতে এসে কিছুদিন থাকার পরই আসামীরা আমাদেরকে গালাগালি ও মারধর করে বাড়ি হইতে তাড়িয়ে দিতো। আখিরা তিন ভাইবোন কাজকর্ম করে কোনোরকমে তাদের জীবিকা নির্বাহ করে এবং অসুস্থ বৃদ্ধ মাকে দেখাশোনা করে। তবে যখনই আখিরা গ্রামের বাড়িতে আসে তখনই তার সৎ মা ও সৎ ভাইয়েরা বাবার জমি-জমা ও থাকার বসতবাড়ির কোনো অংশই আখিদেরকে বুঝিয়ে না দিয়া আখিকে ও আখির মাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এমনকি আখিদেরকে দা নিয়া কোপাইতেও এসেছিলো এবং হুমকি দিয়েছিলো যে তোদের খুন করে তোদের অংশীদারিত্বের অবসান ঘটাবো। এর ভিডিও রেকর্ডও আছে। যে ঘরে আখিরা বসবাস করিতো সেই ঘরের রান্নাঘরও তারা ভেঙে ফেলেছে। এছাড়াও তারা আখিদের ঘরের বারান্দার টিন খুলে ভিতরে প্রবেশ করে আখিদের অনুপস্থিতিতে ঘরের বিভিন্ন আসবাবপত্র যেমন বিছানার চাদর, কাথা, বালিশ, পাটা-পুটা, গায়ের লেপ-কম্বল ইত্যাদি নিয়া গিয়াছে। বিগত ১১/০২/২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার সকাল অনুমান ৭.৩০ ঘটিকার সময় আখিদের বসত বাড়ির সামনের রাস্তায় আখির মা নাছিমাকে দেখা মাত্র তার সৎ মা ও সৎ ভাইয়েরা তাকে অশালীন ভাষায় গালাগালি করতে করতে আখির বাবা মোঃ আলমগীর সরদার এর সামনেই আখির মাকে এলোপাথারিভাবে কিল-ঘুসি মারিয়া জখম করে আখির সৎ ভাইয়েরা তাকে খুন করার উদ্দেশ্যে আখির মায়ের মাথা লক্ষ্য করিয়া লাঠি দিয়া বারি মারলে উক্ত বারি তার মাথায় লেগে নিলা-ফুলা জখম হয়।এছাড়াও তারা গাবের লাঠি দিয়া এলোপাথারিভাবে পিটাইয়া আখির মায়ের শরীরের বিভিন্ন জায়গায় নিলা-ফুলা জখম করে। আখিকেও তারা লাথি-ঘুসি মারিয়া ও লাঠি দিয়া পিটাইয়া নিলা-ফুলা জখম করে। তারা আরো হুমকি দেয় যে আখির মা ও ভাই-বোনেরা যদি বাড়ি ছেড়ে না যায় তাহলে তারা আখিকে ও আখির মাকে খুন করিয়া ফেলবে বলে সবার সামনে হুমকি প্রদান করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com