শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সারাদেশে যৌথ বাহিনীর অভিযানে আটক ৩৯০ সাংগ্রাই জলকেলি উৎসব ২০২৫ উদযাপিত হলো কুয়াকাটায় সাংবাদিকের মোটরসাইকেল চুরি: নিরাপত্তাহীনতায় সাংবাদিক সমাজ, প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতি কাঠালিয়ায় মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাওয়ার দাবিতে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন পটুয়াখালীর মির্জাগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত বিয়ে করতে রাজি না হওয়ায় পিটিয়ে প্রেমিকের হাত-পা ভাঙলেন তরুণী এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানো হলো মেঘনা আলমকে সারা দেশে বজ্রবৃষ্টি, সতর্ক করল আবহাওয়া অফিস বিয়ের নামে প্রতারণা, নিঃস্ব প্রবাসী
বিয়ের নামে প্রতারণা, নিঃস্ব প্রবাসী

বিয়ের নামে প্রতারণা, নিঃস্ব প্রবাসী

নিজস্ব প্রতিবেদকঃ পারিবারিকভাবেই বিয়ের জন্য মেয়ে দেখার মাধ্যমে প্রবাসীর সাথে পরিচয় হয় মেয়ের। সেই পরিচয় থেকে প্রতিদিন একটু একটু করে কথা বলে প্রবাসীকে ফেলা হয় প্রেমের ফাঁদে। প্রেমের ফাঁদ থেকে কথা দেওয়া হয় বিয়ের। বিয়ের কথাও পাকাপাকি করা হয়। প্রবাসী দেশে আসতেই বিয়ে করবে বলে তার কাছ থেকে লাখ লাখ টাকা, স্বর্ণালংকার ও দামী মোবাইলসহ নানা গিফট হাতিয়ে নেয়া হয়। সরল মনে বিয়ের কথা চিন্তা করে ভবিষ্যতে বউ হবে ভেবে নিয়ে মেয়েটির কাছে টাকা পাঠান প্রবাসী। এভাবেই প্রতারণার ফাঁদে ফেলে তিন বছরের সম্পর্ক করে অন্তত সাত লাখ একানব্বই হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বরিশালের নলসিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের দক্ষিণ রানাপাশা গ্রামের মোসাঃ মনুজা আক্তারের (২০) বিরুদ্ধে। তিনি স্থানীয় মোঃ আফজাল মল্লিকের মেয়ে।

ভুক্তভোগী কাতার প্রবাসী মোঃ রুবেলের দাবি, দেশে তার পরিবার তার জন্য বিয়ের কনে দেখা শুরু করলে তার সাথে কনে হিসেবে মোসাঃ মনুজা আক্তারের পরিচয় হয়৷ এর সূত্র ধরে ঐ মেয়ের পরিবারের সকল সদস্যের সাথে আন্তরিকতা তৈরি হয় ওই যুবকের৷ এরই মধ্যে মেয়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে থাকেন ওই প্রবাসীর সাথে। কিছুদিনের মধ্যেই বিয়ের কথাও পাকাপাকি হয়ে যায়৷ প্রবাসী রুবেল সরল মনে বিয়েতে রাজি হওয়ার পর থেকে মোসাঃ মনুজা আক্তার প্রবাসী রুবেল সিকদারকে নানাভাবে ম্যানেজ করে তাকে টাকা পাঠাতে বলে৷ প্রবাসী রুবেল সিকদার সরল মনে বিদেশ থেকে দফায় দফায় নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার পাঠান মোসাঃ মনুজা আক্তারের জন্য৷ এরপর প্রতারক মোসাঃ মনুজা আক্তার তার ভাই মোঃ সগির হোসেনকে কাতার নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানায় প্রবাসী রুবেলের কাছে। প্রতারক মোসাঃ মনুজা আক্তারের ভাই মোঃ সগির হোসেনকে কাতার নিয়ে আসার জন্য সার্বিক সহযোগিতা করার পরে তার ভাই যখন কাতার পৌঁছায় এরপরই প্রবাসী রুবেলের সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেন প্রতারক মোসাঃ মনুজা আক্তার। মানুষিকভাবে এবং অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে ওই প্রবাসী ভালোবাসার মানুষকে ফেরত পাওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতে থাকে৷ পরবর্তীতে প্রবাসী রুবেল সিকদার জানতে পারেন যে সোহেল খলিফা নামক এক ব্যক্তির সাথে ইতিমধ্যেই প্রতারক মোসাঃ মনুজা আক্তারের বিয়ে হয়েছে এবং তাদের মধ্যে পূর্ব থেকেই প্রেমের সম্পর্ক ছিলো যা গোপন করে প্রতারক মোসাঃ মনুজা আক্তার প্রবাসী মোঃ রুবেলের সাথে প্রেমের অভিনয় করে নগদ টাকা, স্বর্ণালংকার ও দামী মোবাইল ফোন সহ নানা উপহার সামগ্রী হাতিয়ে নিয়েছেন।

বিষয়টি নিয়ে কথা বলতে প্রতারক মোসাঃ মনুজা আক্তারের সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি প্রতিবেদকের পরিচয় নিশ্চিত হওয়ার পর কথা বলতে অনীহা প্রকাশ করে ব্যস্ততার অজুহাতে ফোনের সংযোগটি বিছিন্ন করে দেন। পরে একাধিক সময় তার সাথে যোহাযোগের চেষ্টা করলেও তিনি ফোন আর রিসিভ করেন নি।

প্রবাসী যুবক বলেন, “আমার পরিবার আমাকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখার সুবাধে তার সাথে আমার মোবাইলে যোগাযোগ হয়। এরপর দু’জনেই সম্পর্কে জড়িয়ে পড়ে দেশে ফিরে বিয়ে করার সিদ্ধান্ত নিই। যেকোনো কঠিন সময়ে একজন আরেকজনকে ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতি ছিলো। তার ভাইকে আমি কাতার আনার পর থেকেই সে আমার সাথে যাবতীয় যোগাযোগ বন্ধ করে দেয়। হঠাৎ একদিন দেখি তার ফোনে কল যায় না; সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমাকে ব্লক করেছে। তখন আর আমার বুঝতে বাকি নেই সে আমার সাথে প্রতারণা করেছে। তার উদ্দেশ্য ছিলো আমার সাথে প্রেমের অভিনয় করে টাকা হাতিয়ে নেয়া। মেয়েটির পেছনে আমার অনেক টাকা খরচ হওয়ায় বর্তমানে নিঃস্ব হয়ে পড়েছি।”

এদিকে প্রতিবেদকের হাতে আসা বেশ কিছু স্ক্রীনশটে দেখা যায়, অন্তরঙ্গ মুহূর্তে তারা ভিড়িও কলে একে অপরের সাথে কথা বলছেন। এবং একে অপরের সাথে ভালবাসার কথাবর্তা লিখে এসএমএস করছেন। এছাড়াও প্রবাসী রুবেল সিকদারের টাকা পাঠানোর বেশ কিছু প্রমাণও পাওয়া যায়। প্রবাসী জানান তার দেওয়া নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ফেরত দেওয়ার জন্য বলা হলেও প্রতারক মোসাঃ মনুজা আক্তার তা ফেরত দেন নাই। এ বিষয়ে তাকে একটি উকিল নোটিশ পাঠানো হয়েছে এবং স্থানীয় আদালতে মামলা করারও প্রস্তুতি নেয়া হয়েছে।

ভুক্তভোগী প্রবাসী বলেন, “কাউকে ঠকিয়ে নিজে লাভবান হওয়ার নামই প্রতারণা। বাংলাদেশে পথে-ঘাটে প্রকাশ্য দিবালোকে চলে এ প্রতারণা। দেশ ডিজিটাল হওয়ার পাশাপাশি বেড়েছে অনলাইন প্রতারণা। প্রতারকরা মানুষকে ঠকাতে নতুন নতুন ফন্দি ফিকির আটছে।”

সচেতন মহলের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্বে উপকারিতার পাশাপাশি রয়েছে হাজারও অপকারিতা। যাকে কখনো দেখেননি সেও হঠাৎ কাছের বন্ধু বনে যায়। একটা সময় আপনার গোপন কথাও জেনে যায় সে। অনেক সময় ওই বন্ধুই আপনাকে মানসিকভাবে বিপদে ফেলতে পারে। ছবি কিংবা ভিডিওর মাধ্যমেও আপনাকে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নিতে পারে। অ্যাকাউন্ট হ্যাক করা থেকে শুরু করে অনাকাঙ্ক্ষিত অনেক কিছুই করতে পারে সেই অদেখা বন্ধুটি। অনলাইনে একটি অসচেতনতাই আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com