বুধবার, ২১ মে ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার মোঃ সুরুজ:
রাজধানীর ভাষানটেকে থানাধীন মাটিকাটা এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে গ্যাং লিডার হিটলু বাবু(২৩) অরফে আব্দুল লতিফ বাবু সহ ১০ জনকে আটোক করেছে ১০ সিগনাল ব্যাটালিয়নের ভাষানটেক আর্মি ক্যাম্প। এসময়ে তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি সহ দেশীয় অস্ত্র উদ্ধার করাহয়।
ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুশফিক এবং ক্যাম্প উপঅধিনায়ক ক্যাপ্টেন শারহান এর নেতৃত্বে ২০ মে ২০২৫ ইং তারিখ মাটিকাটা এলাকায়
সু-নির্দৃষ্ট গোয়েন্দা তথ্যভিত্তিক ৮৬ স্বতন্ত্র সিগনাল ব্রিগেডের অধীন ১০ সিগন্যাল ব্যাটালিয়নের ভাসানটেক আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল গতকাল সন্ধ্যা থেকে টকটি সাড়াসি অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে আজ ভোর ২ ঘটিকার তাদের আটক করতে সক্ষম হয়।
অভিযানে দলনেতা “হিটলু বাবু সহ মোট ১০ জন অপরাধীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি আগ্নেয়াস্ত্র ও ২৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযান চলাকালে সন্ত্রাসীরা আর্মি সদস্যদের লক্ষ করে গুলি ছোড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্প কমান্ডার ২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়েন। এই অভিযানে ১১ সিগন্যাল এবং আর্মি স্ট্যাটিক সিগনাল ব্যাটালিয়ান এর টহল দল সহায়তা প্রদান করে।
হিটলু বাবুর গ্যাং” দীর্ঘদিন ধরে ভাসানটেক ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। দীর্ঘদিন নজরদারির পর অবশেষে এই অপারেশনের মাধ্যমে তাদের একটি বড় অংশকে আইনের আওতায় আনা সম্ভব হয়। তাদেরকে জিজ্ঞাসাবদের পর ভাষানটেক থানায় সোপর্দন করা হবে বলে জানিয়েছেন ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুশফিক এবং ক্যাম্প উপঅধিনায়ক ক্যাপ্টেন শারহান।