রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

ডোমারে ‘আফেন্দী অ্যাম্বুলেন্স সেবা’ উদ্বোধন করলেন জমিয়ত মহাসচিব

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১২২

সোহেল রানা,ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ 

সেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় নীলফামারীর ডোমার উপজেলায় ‘আফেন্দী অ্যাম্বুলেন্স সেবা’ চালু করলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। নিজ এলাকার মানুষের জন্য স্বল্পমূল্যে চিকিৎসা পরিবহন সুবিধা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় সোনারায় উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়, যাতে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ দলীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বাসিন্দা মাহবুবুর রহমান এবং সঞ্চালনা করেন যুব জমিয়তের নেতা জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মুফতি মাহমুদ বিন আলম, জেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফেজ মাওলানা রিয়াজুল ইসলাম রাজু রুহানী, আলহাজ্ব সাইফুল ইসলাম প্রমুখ।

মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, “মানবসেবা ইসলামের মহান শিক্ষা। কুরআন ও হাদীসে বারবার এই সেবার তাগিদ দেওয়া হয়েছে। আমাদের দীর্ঘ দিনের সামাজিক কার্যক্রমে আজ অ্যাম্বুলেন্স সেবাও যুক্ত হলো। মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। আগামী দিনে যেন এই সেবার পরিসর আরও বাড়াতে পারি—এ জন্য সবার দোয়া কামনা করছি।”

অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে সেবাটির সাফল্য ও টেকসই পরিচালনার জন্য দোয়া করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com