মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
অবৈধ দখলের কারণে দেশে কৃষি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী । এজন্য কৃষি জমিতে বিলবোর্ড অপসারণের নির্দেশ দিয়েছেন এই উপদেষ্টা।
সোমবার (৯ জুন) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দীতে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউট (বারটান) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা আরও জানান, চলতি বছর বোরো মৌসুমে চালের চাহিদার তুলনায় ১৫ লাখ টন বেশি ধান উৎপাদিত হওয়ায় বিদেশ থেকে চাল আমদানির প্রয়োজন হবে না।
বারটানের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে প্রতিষ্ঠানটির আঙিনায় উপদেষ্টা একটি গাছের চারা রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বারটানের পরিচালক রেহেনা আক্তার, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম ও জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
এর আগে উপদেষ্টা আড়াইহাজার থানার অস্থায়ী কার্যালয় ভবন পরিদর্শন করেন। সেখানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং জেলা পুলিশ সুপারকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।