রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন

হাইওয়ে পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১২২

এস. এম. কামাল:

যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হাইওয়ে পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা। প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে তিনি কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। যেখানে হাইওয়ে পুলিশের সেবা কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশের সড়ক-মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ ২০০৫ সালে যাত্রা শুরু করে। বর্তমানে পুলিশের এই ইউনিটটি দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, দুর্ঘটনা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com