মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
৮ নং ওয়ার্ড বিএনপি নেতা জাকির হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে শাহ আলী থানা এলাকাবাসী। স্থানীয় বিএনপি ও যুবদলের কর্মী এবং সাধারণ জনগণ জাকির হোসেনের মিথ্যা মামলা ও ওসির প্রত্যাহারের দাবিতে রাত ১২ টা থেকে শাহ আলী থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করে।
এ সময় বিক্ষোভে অংশগ্রহণ করা সকলেই শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামকে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে নানা স্লোগান দিতে থাকে এলাকাবাসী।
বিক্ষোভ চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে থানা কর্তৃপক্ষ অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। এক পর্যায়ে উপস্থিত হন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। তিনি পুলিশের অনুরোধে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন সবাইকে ।তার আশ্বাসে ভরসা রেখে বিক্ষোভকারীরা ধীরে ধীরে থানা প্রাঙ্গণ ত্যাগ করে।
এ সময় সাজ্জাদুল মিরাজ বিক্ষোভ কারীদের উদ্দেশ্য করে বলেন – আপনারা দ্রুত থানা স্থান ত্যাগ করেন। আমি আপনাদের আশ্বস্ত করছি ঘটনাটির সুষ্ঠু একটি সমাধান পাবেন। সমাধান না পেলে আপনারা আবার আমার নিজের অফিস ঘেরাও করবেন।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে জানা গেছে।