রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

কলাগাছিয়া গ্রামে কাদা-মাটির নিচে থাকা সড়ক যেন মরণ ফাঁদ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জুন, ২০২৫

বিশেষ প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম (শফিক):

পটুয়াখালী জেলাধীন মির্জাগঞ্জ উপজেলার ৫ নং কাকড়াবুনিয়া ইউনিয়নে ৬ নং ওয়ার্ড দক্ষিণ কলাগাছিয়া গ্রামে বৃষ্টি যেন এক আতঙ্কের নাম। এখানকার মানুষের জীবনে দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে একটি অবহেলিত সড়ক কাদা-মাটি আর ভাঙাচোরা রাস্তা। যান চলাচল তো দূরের কথা সাধারণ মানুষ চলাচল পর্যন্ত করতে পারে না এমনকি ঘর থেকে পর্যন্ত বের হতে পারছে না।
রাস্তায় জমা কাদা-মাটির নিচে থাকা গর্ত ও ভাঙা রাস্তার এমন অবস্থায় হাসপাতাল, বাজার,ব্যাংক বা থানা কোনো জরুরি সেবাই সহজে পাচ্ছে না সাধারণ মানুষ। শিক্ষার্থীদেরও স্কুল-কলেজে যাওয়া প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও শ্রমজীবী মানুষেরো। যারা কাজের সন্ধানে বের হতে না পেরে পরিবার নিয়ে চরম সংকটে পড়েছেন। স্থানী লোকজনের সাথে কথা বলে জানা যায় , ২০১০ সালে এই রাস্তাটিতে সিসি ডালাই হয় এরপরে আর কোনো মেরামত বা নতুন কোন কাজ করা হয়নি। প্রতিদিন এই রাস্তাটি দিয়ে দুই হাজারের অধিক মানুষের চলাচল করে। গ্রামটিতে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি নূরানী ও হাফিজী মাদ্রাসা। ছোট ছোট শিক্ষার্থীদের স্কুল ও মাদ্রাসায় আসা যাওয়ায় অনেকের দুর্ঘটনার স্বীকার হতে হয়।স্থানীরা আরো বলেন এখন আমাদের জীবন যেন খাঁচায় বন্দি একটি প্রাণীর মতো হয়ে দাঁড়িয়েছে।

প্রশাসন কাছে স্থানীয়দের দাবী, খুব শিগগিরই যদি এ সমস্যার সমাধান করা হোক।যদি তা না হয়, তাহলে বড় ধরনের সমস্যায় ও অর্থনৈতিক সংকট পড়বে এই এলাকার মানুষ। রাস্তাটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করে তুলতে হবে। না হলে এই ভোগান্তি থেকে এই এলাকার মানুষের মুক্তি পাওয়ার অসম্ভব।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com