বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন

শাহজাহানপুরে এক যুবককে বলাৎকার: ধর্ষণে দণ্ডিত পিতার পথেই হাঁটছে ছেলে জাহাঙ্গীর!

শাহজাহানপুরে এক যুবককে বলাৎকার: ধর্ষণে দণ্ডিত পিতার পথেই হাঁটছে ছেলে জাহাঙ্গীর!

নিজস্ব প্রতিবেদক:
ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে একই কক্ষে বসবাসরত এক যুবককে বলাৎকারের অভিযোগ উঠেছে তারই রুমমেটের বিরুদ্ধে। ভুক্তভোগী মো. আজম আলী (১৯) গত ২৯ জুন দিবাগত রাত দেড়টার দিকে এই নির্মম ঘটনার শিকার হন বলে অভিযোগে উল্লেখ করেছেন।

ভুক্তভোগী আজম আলী জানিয়েছেন, অভিযুক্ত জাহাঙ্গীর আলম (৪০)—যার বাড়ি নিলফামারীর ডিমলার কালীগঞ্জ এলাকায়—তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোরপূর্বক বলাৎকার করে। ঘটনা জানাজানি করলে ভয়ঙ্কর পরিণতির হুমকিও দেয় অভিযুক্ত। ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত আজম আলী বিষয়টি পরিবার ও নিকট আত্মীয়দের সঙ্গে পরামর্শ করে আজ শাহজাহানপুর থানায় অভিযোগ দায়ের করেন।

বিশেষভাবে উদ্বেগজনক হলো, অভিযুক্ত জাহাঙ্গীরের পিতা চান মিয়া পূর্বেও ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন। এতে এলাকাবাসীর মধ্যে ধারণা তৈরি হয়েছে, এই পরিবারে যৌন অপরাধের ইতিহাস রয়েছে এবং তারা স্থানীয়ভাবে ‘ধর্ষক পরিবার’ হিসেবে পরিচিত।

ঘটনার পর শাহজাহানপুর এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত আইনি ব্যবস্থা ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com