বুধবার, ১৬ Jul ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার আসামি পাথর নিক্ষেপকারী একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় জানানো হয়নি।
মঙ্গলবার (১৫ জুলাই) রাতে পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম।
তিনি বলেন, ঢাকার ডিবি পুলিশের একটি দল রাতে ইটবাড়িয়া থেকে সোহাগ হত্যা মামলার একজন আসামিকে গ্রেফতার করেছে। তদন্তের স্বার্থে তার নাম এই মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না।
ডিবি পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আগে গ্রেফতার হওয়া আসামিদের জিজ্ঞাসাবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নিশ্চিত হয়েই অভিযানে নামে পুলিশ। ইটবাড়িয়ার একটি বাসা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
সূত্রটি আরও জানায়, ওই ব্যক্তিই সোহাগের নিথর দেহের ওপর পাথর নিক্ষেপ করেছিলেন বলে নিশ্চিত হয়েছে তারা। তবে মামলার বাকি আসামিরা যাতে সতর্ক না হয়, সে জন্য এখনই তার পরিচয় প্রকাশ করা হচ্ছে না।
এর আগে মঙ্গলবার (১৫ জুলাই) মামলার অন্যতম আসামি নান্নুকে র্যাব গ্রেফতার করে।