শুক্রবার, ১৮ Jul ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন
নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনায় জুলাই আহত লিস্টে প্রতারণা করে গেজেটভুক্ত হওয়ায় প্রতারক মো. মুশফিকুর রহমানের শাস্তির দাবীতে এক সংবাদ সম্মেলন করেছে সাধারণ ছাত্র জনতা।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাত টায় শহরের মোক্তারপাড়া প্রেসক্লাব ভবনের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান সমন্বয়কারী রফিকুল ইসলাম শুভ।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা বাছাই মেডিকেল টিমের সদস্য ফারজানা খানম রুবী, রেড জুলাইয়ের বিভাগীয় আহবায়ক আকাশ অভি, বৈষম্য বিরোধী আন্দোলনের মুখ্য সংগঠক সাব্বির আহমেদ, যুগ্ম সদস্য সচিব অলিউল্লাহ রব্বানী ওরফে মুস্তাহিদ অলি ও ওয়াকার্স পার্টির সজিব সরকার রতনসহ বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
লিখিত বক্তব্যে তারা বলেন, জুলাই আহত না হয়েও আহত যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়া অনেক বড় অপরাধ। এটা রাষ্ট্রের সাথে প্রতারণা এবং সত্যিকারের জুলাই যোদ্ধাদের জন্য অপমানজনক।
তারা আরও বলেন, আরও অনেক অভিযোগ আছে। সেগুলোও ক্ষতিয়ে দেখা হবে।
আমরা চাই সত্যিকারের আহতরা পাক সুযোগ সুবিধা। প্রতারণা করে যেন কেউ যেন সুযোগ না নেয়। ৩৭৫০২ নং আইডির মুশফিক একজন বড় ধরনের প্রতারক তার বিরুদ্ধে প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেব এমন আশা করেন। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।