শুক্রবার, ১৮ Jul ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দক্ষিণ কেরাণীগঞ্জে প্রকাশ্যে চাঁদাবাজির ঘটনায় তিন জন গ্রেপ্তার

দক্ষিণ কেরাণীগঞ্জে প্রকাশ্যে চাঁদাবাজির ঘটনায় তিন জন গ্রেপ্তার

কেরাণীগঞ্জ সংবাদদাতা:
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে প্রকাশ্যে যানবাহন থেকে চাঁদাবাজির সময় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুনকুটিয়া, কদমতলী মোড় ও আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ মোস্তফা ওরফে স্বপন বাতাস (৪০), মোঃ শফিক (৩৫) ও সৈয়দ আল মামনু (৪০)। পুলিশ জানিয়েছে, তারা পরিবহন স্ট্যান্ডে প্রকাশ্যে চাঁদা আদায় করছিলেন।

চুনকুটিয়া সিএনজি স্ট্যান্ড থেকে মোস্তফাকে নগদ চাঁদা আদায়ের সময় হাতে-নাতে আটক করা হয়। কদমতলী মোড়ে দোহার-নবাবগঞ্জগামী সড়কের মাথায় প্রাইভেট কার ও মাইক্রোবাস স্ট্যান্ড থেকে সৈয়দ আল মামনুকে এবং আব্দুল্লাহপুরের লেগুনা স্ট্যান্ড থেকে মোঃ শফিককে গ্রেপ্তার করা হয়।

দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, “যানবাহন থেকে প্রকাশ্যে চাঁদাবাজি করার সময় চাঁদার মোট ১০ হাজার ২৬০ টাকা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। চাঁদাবাজদের কোনো রাজনৈতিক পরিচয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়—তাদের পরিচয় একটাই, তারা চাঁদাবাজ। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

এর আগে, গত ১৬ জুলাই ২০২৫ তারিখে জেলা পুলিশের বিশেষ অভিযানে ঢাকা জেলার বিভিন্ন এলাকা থেকে আরও ৪৪ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। এর মধ্যে কেরাণীগঞ্জ মডেল থানার এলাকা থেকেই ৫ জনকে আটক করা হয়, যারা বিভিন্ন পরিবহন স্ট্যান্ড ও ফুটপাত থেকে চাঁদা তুলত।

ঢাকা জেলা পুলিশ ও কেরাণীগঞ্জ মডেল থানা সূত্রে জানা যায়, চাঁদাবাজি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশের জিরো টলারেন্স নীতির পরেও কেরাণীগঞ্জে কিছু অপরাধী এখনও সক্রিয় রয়েছে, তবে তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com