শেরপুর প্রতিনিধি :
শেরপুর সদর উপজেলার মুন্সিরচর পশ্চিমপাড়া এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ সন্ত্রাসী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বাবুল মিয়া (৪২)কে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে সিপিসি-১, র্যাব-১৪,জামালপুর।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবুলের বিরুদ্ধে জামালপুরের সরিষাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় যাবজ্জীবন সাজা হয়েছিল এবং তার নামে দুটি হত্যা মামলা বিচারাধীন। পরে তার বাড়ি তল্লাশিতে দেশীয় প্রাণঘাতী অস্ত্র ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। স্থানীয় এলাকাবাসীদেরকে দীর্ঘদিন আতঙ্কে রেখেছিল এই বাবুল মিয়া। এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। আটক আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।