বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

ডোমারে ওসি আরিফুল ইসলামের অপসারণের দাবিতে এলাকাবাসীর ঝাড়ু মিছিল

ডোমারে ওসি আরিফুল ইসলামের অপসারণের দাবিতে এলাকাবাসীর ঝাড়ু মিছিল

জেলা প্রতিনিধি(নীলফামারী):

নীলফামারীর ডোমারে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় দৈনিক যুগের আলো প্রতিনিধি আসাদুজ্জামান হিল্লোলকে হুমকি দেওয়ার অভিযোগে ডোমার থানার ওসি আরিফুল ইসলামের অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌর এলাকার কাজীপাড়া থেকে এলাকাবাসীর ব্যানারে ঝাড়ু হাতে একটি মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হৃদয়ে স্বাধীনতা চত্বরে গিয়ে স্মারকলিপি প্রদান ও প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন দৈনিক যুগের আলো প্রতিনিধি আসাদুজ্জামান হিল্লোল, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু ফাত্তাহ কামাল পাখি, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি গোলাম কুদ্দুছ আইয়ুব, জামায়াত নেতা সোহেল রানা, তুহিন ইসলামসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের বিষয়ে সাংবাদিক হিল্লোল ওসির সঙ্গে যোগাযোগ করলে সহযোগিতার পরিবর্তে তিনি সাংবাদিককে হুমকি দেন। এতে ক্ষুব্ধ এলাকাবাসী ওসিকে মাদক ব্যবসায়ীদের সহযোগী আখ্যা দিয়ে ঝাড়ু মিছিল বের করে তাঁর অপসারণের দাবি জানায়।

এসময় বক্তারা আরও অভিযোগ করেন, ডোমারের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুপার পক্ষ নিয়ে ওসি সাংবাদিককে হুমকি দিয়েছেন। এছাড়া তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে কমিশন গ্রহণ, টাকা নিয়ে মামলা গ্রহণ এবং মোটা অঙ্কের বিনিময়ে সুবিধা প্রদানের অভিযোগও তোলা হয়। বক্তারা অবিলম্বে ওসি আরিফুল ইসলামের অপসারণ দাবি জানান।

অভিযোগ প্রসঙ্গে ডোমার থানার ওসি আরিফুল ইসলাম বলেন,

“সাংবাদিকের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। কয়েকদিন আগে রাতে মাদক ব্যবসায়ী রুপার বাড়িতে স্থানীয়রা মব সৃষ্টি করে আগুন লাগানোর পরিকল্পনা করছিলো। তখন আমি সাংবাদিক হিল্লোলকে বলেছিলাম—এভাবে মব তৈরি করে কোনো সমস্যা হলে এর দায় আপনাকে নিতে হবে। শুধু এ কথার কারণেই তিনি লোকজন নিয়ে মিছিল করেছেন। এতে আমার কোনো সমস্যা নেই, তিনি তাঁর কাজ করেছেন, আমি আমার কাজ করবো।”

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com