দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে জেলা ও উপজেলা প্রশাসনকে সম্পৃক্ত করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার (২০ অক্টোবর) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিনিয়োগকারীদের আর্থিক জ্ঞান বৃদ্ধি ও শিক্ষিত বিনিয়োগ সংস্কৃতি গড়ে তুলতে বিএসইসি নিয়মিতভাবে নানা কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে সম্প্রতি জাতীয় তথ্য বাতায়নে বিএসইসির বিনিয়োগ শিক্ষা বিষয়ক ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলের লিংক সংযুক্ত করা হয়েছে।
বিনিয়োগ সচেতনতা কার্যক্রম আরও সম্প্রসারণে মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতা চেয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এর পরিপ্রেক্ষিতে, মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা গত ৮ অক্টোবর (স্মারক নং: ০৪.০০.০০০০.০০০.৫১২.১৮.০০২০.২২.৩৫১) জেলা ও উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে।
পত্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং সব জেলা তথ্য অফিসারদেরও অনুলিপি পাঠানো হয়েছে। পাশাপাশি দেশের সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় মাঠ প্রশাসনের সহযোগিতায় যেসব পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—
১. জেলা প্রশাসনের ওয়েবসাইটে ফিন্যান্সিয়াল লিটারেসি ও বিনিয়োগ সচেতনতা কার্যক্রমের লিংক সংযুক্ত করা (ওয়েবসাইট: www.finlitbd.com ও
ইউটিউব: https://www.youtube.com/@financialliteracyprogramba6178);
২. জেলা/উপজেলায় বিএসইসি কর্তৃক আয়োজিত সেমিনার ও কর্মশালায় সহায়তা ও সমন্বয় সাধন;
৩. মাসিক জেলা সমন্বয় সভায় বিনিয়োগ শিক্ষা ও সচেতনতা বিষয়টি আলোচনায় অন্তর্ভুক্তকরণ;
৪. জেলা তথ্য অফিসের সহযোগিতায় প্রচার ও প্রকাশনার উদ্যোগ গ্রহণ;
৫. জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার/সিনিয়র সহকারী কমিশনার (ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা) কে বিনিয়োগ সংক্রান্ত তথ্য সরবরাহ ও সহযোগিতা প্রদানের দায়িত্ব প্রদান।
বিএসইসি মনে করে, এই উদ্যোগ মাঠপর্যায়ে বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার সচেতনতা কার্যক্রমকে আরও বেগবান করবে। সংস্থাটি আশা করছে, জেলা ও উপজেলা প্রশাসনের সক্রিয় অংশগ্রহণে জনগণের মধ্যে বিনিয়োগ সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে, যা দেশের পুঁজিবাজার ও সামগ্রিক অর্থনীতির উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।