শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

বর্ণাঢ্য আয়োজনে আস্থা লাইফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে প্রতিষ্ঠিত একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’র বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজারে। ২০ অক্টোবর (সোমবার) শহরের জলতরঙ্গ হোটেলের ব্যাংকুয়েট হলরুমে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আস্থা লাইফের এসএসএম, এসএম, এএসএম, ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফাইন্যান্সিয়াল এসোসিয়েটদের সক্রিয় অংশগ্রহণ, শোভাযাত্রা, বীচ ক্লিনিং কর্মসূচী, খেলাধুলা, নতুন প্রোডাক্টসমূহ উদ্বোধন, মধ্যাহ্ন ভোজ, বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ, পারস্পরিক মতবিনিময় ও সাগরের দিগন্তে একসাথে সূর্যাস্তের অপলক দৃশ্য উপভোগ করার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানটি উদযাপন করা হয়। সন্ধ্যার পর ছিল কোম্পানীর কর্মকর্তা-কর্মচারী, সেলস ফোর্সগণ ও তাদের পরিবারবর্গের মধ্যে সৌহার্দ্য বিনিময়, র‌্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এর আগে রবিবার থেকেই তারা এ কনফারেন্সের অংশ হিসেবে কক্সবাজারে অবস্থান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ)। উপস্থিত ছিলেন সেলস এন্ড মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান সামিরা ইউনুস, প্রতিটি ডিভিশন ও ডিপার্টমেন্টাল প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে কক্সবাজার উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি ও সেক্রেটারী, কক্সবাজার প্রেসক্লাবের সেক্রেটারী, স্থানীয় পত্রিকার সাংবাদিকগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, জীবন বীমা খাতে উল্লেখযোগ্য অবদান রাখতে এবং জীবন বীমায় মানুষের আস্থার সংকট দূর করতে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী গঠিত হয়। আর এ লক্ষ্য অর্জনে অন্যতম প্রতিনিধি হিসেবে নিয়োজিত আস্থা লাইফের প্রাণ ‘সেলস ফোর্সগণ’ যেভাবে অক্লান্ত পরিশ্রম ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে শহর থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ে বীমা সেবা পৌঁছে দিচ্ছেন তা প্রশংসনীয়।

তিনি আরো উল্লেখ করে বলেন, প্রতিষ্ঠানটি আস্থা লাইফের চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধানের দক্ষ নেতৃত্ব ও সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে আস্থা লাইফ সেনাবাহিনীর আদর্শ, প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা, বিশ্বস্ততা ইত্যাদির প্রতিফলন ঘটিয়ে জনগণের সেবায় ও বীমা শিল্পে গ্রাহক সেবা নিশ্চিতকরণে কাজ করে চলেছে এবং প্রচুর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখতে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় আস্থা লাইফ খুব শীঘ্রই দেশের সীমানা পেরিয়ে বহির্বিশে^ও নিজেদের অবস্থান ও সফলতা প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে, তিনি উপস্থিত সকলের উজ্জ্বল ভবিষ্যত, সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com