বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ইডরার রোষানলে পরা সাবেক সিইও মীর নাজিমের বেতন-ভাতা দিচ্ছে না ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স নানান জাতের গরু-ছাগল প্রদর্শনীতে প্রাণবন্ত আয়োজন সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা মেট্রোরেলে অনলাইন রিচার্জ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন সুষ্ঠু নির্বাচনের জন্য ওয়াদা করেছি: সিইসি সৌদিতে ৭০ বছরের নিষেধাজ্ঞা ভেঙে প্রথমবারের মতো চালু হলো ‘বার’ এক সন্তানের জননী সুমাইয়া বেগমের ওপর নির্যাতন: নীলফামারী সদর থানায় অভিযোগ, তদন্ত অব্যাহত উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন সংগীত ওষুধের কাজ করে, মস্তিষ্ক বিজ্ঞানীদের দাবি এবার থেকে জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার: হাইকোর্ট

ইডরার রোষানলে পরা সাবেক সিইও মীর নাজিমের বেতন-ভাতা দিচ্ছে না ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স

তুহিন ভূঁইয়া:
  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের রোষানলে পরা সাবেক সিইও মীর নাজিমের বেতন-ভাতা দিচ্ছে না ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স।  প্রতিষ্ঠানটি আইন লঙ্ঘন করে একই পরিবারের একাধিক পরিচালনা পর্ষদ সদস্য, বোর্ড ফি ও সুযোগ-সুবিধা গ্রহণ, পরিবারতন্ত্র কায়েমসহ সরকারী সিকিউরিটিজে বিনিয়োগ ঘাটতি, অতিরিক্ত কমিশন, ডামি নিয়োগ, অতিরিক্ত ব্যবস্থ|পনা ব্যায়ের কারণে ব্যপক সমালোচিত হয়ে আসছে।

লিখিত অভিযোগে জানা যায়, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর নাজিম উদ্দিন আহমেদ প্রায় দুই বছর ধরে বকেয়া বেতন–ভাতা, ফেস্টিভ্যাল বোনাস, ইনসেনটিভ বোনাস ও অন্যান্য সুবিধা দিচ্ছে না ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স। দীর্ঘ বছর চাকরির পর পাওনা টাকা না পাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন বলে অভিযোগ করেছেন। এ বিষয়ে মীর নাজিম বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের কাছে পৃথক দুটি চিঠি পাঠিয়ে তার পাওনা দ্রুত পরিশোধের আবেদন জানিয়ে- কোনো সুরহা পাচ্ছে না। বিষয়টি নিয়ে চরম ক্ষোভ আর হতাশা প্রকাশ করেছেন তিনি।

চিঠিতে মীর নাজিম উদ্দিন উল্লেখ করেন, ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ১২ আগস্ট পর্যন্ত ইসলামী কর্মাশিয়ালের সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তাকে অপসারণ করে আইডিআরএ। ২০২৩ সালে আইডিআরএ-র এক নির্দেশনার ভিত্তিতে কোম্পানির পরিচালনা পর্ষদ তাকে হাইকোর্টে রিট করতে উৎসাহিত করে এবং কোম্পানির ল’ইয়ারের মাধ্যমে রিট আবেদন দাখিল করান। আদালত প্রথমে ছয় মাস এবং পরে আরও চার মাসের স্টে অর্ডার প্রদান করে। কিন্তু ২০২৪ সালের ১০ জুন আইডিআরএ পরিচালনা পর্ষদকে তলব করে মামলা প্রত্যাহারে চাপ প্রয়োগ করে এবং মামলা প্রত্যাহার না করলে কোম্পানির বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানানো হয়। এরপর পরিচালনা পর্ষদ তাকে মামলা প্রত্যাহারের অনুরোধ জানায় এবং তাকে ‘অ্যাডভাইজার’ হিসেবে নিয়োগের আশ্বাস দেয়। তিনি আশ্বাসে ভরসা করে মামলা প্রত্যাহার করলেও পরবর্তীতে কোনো প্রতিশ্রুতিই বাস্তবায়ন হয়নি।

মীর নাজিম উদ্দিনের অভিযোগ, তার বেতন–ভাতা বন্ধের বিষয়ে আইডিআরএ কখনো কোনো লিখিত নির্দেশনা দেয়নি। কিন্তু কোম্পানি “মৌখিক নির্দেশ” এর কথা বলে তার প্রাপ্য পরিশোধ বন্ধ করে রেখেছে, যা তিনি আইনবহির্ভূত বলে দাবি করেন। তিনি জানান, বছরের পর বছর কোম্পানির প্রতি অনুগত থেকে কাজ করলেও এখন তার প্রাপ্য টাকা উদ্ধার করতে হচ্ছে দৌড়ঝাঁপ করে। এমনকি কোম্পানির বর্তমান সিইও নাকি রিসেপশনে নির্দেশ দিয়েছেন যাতে তার কোনো চিঠি গ্রহণ না করা হয়। ফলে বাধ্য হয়ে তিনি কুরিয়ারের মাধ্যমে কোম্পানির সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছেন।

তার হিসাব অনুযায়ী বেতন, ফেস্টিভ্যাল বোনাস, ইনসেনটিভ বোনাস, মেডিক্যাল ভাতা, নোটিশ-পে এবং রিট মামলার খরচসহ কোম্পানির নিকট তার মোট প্রাপ্য প্রায় ৭৯ লাখ টাকা। চিঠিতে তিনি উল্লেখ করেন যে, দীর্ঘ সময় ধরে প্রাপ্য অর্থ না পাওয়ায় তিনি মানবেতর জীবনযাপন করছেন। পরিবারের প্রয়োজন ও সন্তানের পড়াশোনার ব্যয় সামলাতে তিনি গুরুতর আর্থিক সংকটে পড়েছেন।

অন্য একটি চিঠিতে তিনি কোম্পানির চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ২০২৪ সালের ১২ আগস্ট তারিখে পদত্যাগ এবং পরবর্তীতে প্রাপ্য টাকার হিসাব পাঠানোর পরও কোনো সমাধান হয়নি। কোম্পানির চীফ অ্যাডভাইজার ও চেয়ারম্যান বিদেশে চিকিৎসারত থাকায় বিষয়টি বিলম্বিত হয়েছে বলে মনে করলেও বর্তমানে তারা সুস্থ থাকায় দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, ইসলাম ধর্মে শ্রমিকের মজুরি যাম শুকানোর আগেই পরিশোধ করার নির্দেশ রয়েছে, এবং একটি ইসলামী বীমা প্রতিষ্ঠান নিশ্চয়ই এই আদর্শ অনুসরণ করবে।

মীর নাজিম উদ্দিন আহমেদ আইডিআরএ ও কোম্পানির চেয়ারম্যানের আন্তরিক হস্তক্ষেপ কামনা করে তার সকল বকেয়া দ্রুত পরিশোধের জন্য আবেদন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানবিক দৃষ্টিতে বিষয়টি বিবেচনা করবে এবং দীর্ঘদিনের এই জটিলতার অবসান ঘটাবে।

তৎকালীন সময়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মীর নাজিম উদ্দিন আহমেদকে তার কর্মজীবনের শেষ সময়ে সম্মান জানানোর সুযোগ চেয়েছিলেন কোম্পানিটির চেয়ারম্যান সাহিদা আনোয়ার। মীর নাজিম উদ্দিন আহমেদকে একজন ভালো, সৎ ও নিষ্ঠাবান বীমা ব্যক্তিত্ব বলে উল্লেখ করেন সাহিদা আনোয়ার। তিনি বলেন, মীর নাজিম উদ্দিন দীর্ঘ ৩৫ বছর বীমা শিল্পে কাজ করে চলেছেন। শুধু সমাজের একজন প্রবীণ ব্যক্তিত্বই নয়, বীমা শিল্পেও প্রবীণ। তাই আইডিআরএ’র কাছে তার শেষ সময়টুকুতে সম্মান জানানোর সুযোগ চেয়েছিলেন সাহিদা আনোয়ার। তবুও তার নিয়োগ না- মঞ্জুর করে আইডিআরএ।

এ বিষয়ে মন্তব্য জানার জন্য ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাহিদা আনোয়ারকে ফোন করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়।

কোম্পানীর পরিচালক আশিক হোসেনকে ফোন করা হলে তিনি নাজিম উদ্দিনের পাওনার ব্যাপারটি জানা নেই উল্লেখ করে প্রতিষ্ঠানের সিইও’র সাথে যোগাযোগ করতে বলেন।

পরে সিইও কাজী মোকাররম দস্তগীরকে ফোন করা হলে তিনি রিসিভ করেন নি।

এ প্রসঙ্গে ইসলামী কমার্শিয়ালের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেনকে ফোন করা হলে তিনি জানান যে, মীর নাজিম উদ্দিন আহমেদ দীর্ঘ বছর আমার প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। সবশেষ গত ২০২৩ সালে আইডিআরএ মীর নাজিম উদ্দিন আহমেদকে পুনরায় সিইও হিসেবে অনুমোদন না-দিয়ে তাকে অপসারণ করে। মীর নাজিমকে আমার প্রতিষ্ঠানে রাখার জন্য বেশ কয়েকবার আইডিআরএ গিয়ে অনুরোধ করার পরও আইডিআরএ তাদের সিদ্ধান্তে অনড় থাকায় তাকে রাখা সম্ভব হয়নি। এমনকি মীর নাজিমকে না-সরালে আমাদের বোর্ড ভেঙে দেওয়া হবে বলে জানায় আইডিআরএ।

এসব অভিযোগের ব্যাপারে আইডিআরএ’র নন-লাইফ সদস্য আবু বকর সিদ্দিককে ফোন করা হলে তিনি জানান যে, মীর নাজিম উদ্দিন আহমেদকে তিনি ব্যক্তিগতভাবে চিনেন তবে অভিযোগের ব্যাপারটি জানলেও তিনি কোনো সুনির্দিষ্ট মতামত না-দিয়ে এড়িয়ে যান। তবে কোনো প্রতিষ্ঠান যদি তাদের কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা পরিশোধ না-করে তাহলে আইডিআরএ’র ভূমিকা কী? সেই প্রশ্নও এড়িয়ে গিয়ে তিনি পরে যোগাযোগের জন্য বলেন।

পরবর্তী পর্ব–২ এ আসবে—সরকারী সিকিউরিটিজে বিনিয়োগ ঘাটতি, অতিরিক্ত কমিশন, ডামি নিয়োগ, অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যায় ও আইন লঙ্ঘনজনিত জরিমানার কারণে ডুবতে বসছে পরিবার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স। – প্রিয় পাঠক, আপনিও আমাদের কাছে যে কোন তথ্য শেয়ার করুন…

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com