বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:০৯ অপরাহ্ন

যৌন হয়রানি বন্ধে কঠোর আইন করছে সৌদি আরব

যৌন হয়রানি বন্ধে কঠোর আইন করছে সৌদি আরব

যৌন হয়রানি বন্ধে নতুন আইন করতে যাচ্ছে সৌদি আরব। মঙ্গলবার দেশটির মন্ত্রিসভায় এ সংক্রান্ত একটি খসড়া আইন পাস হয়েছে।

নতুন এই আইনে যৌন হয়রানির জন্য পাঁচ বছর কারাদণ্ড ও ৮০ হাজার ডলার পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির তথ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানা গেছে।

সৌদি আরবের সুরা কাউন্সিলের উপদেষ্টা পরিষদের বৈঠকে সোমবার খসড়া আইনটির অনুমোদন দেওয়া হয়। মঙ্গলবার এটি অনুমোদন করে মন্ত্রিসভা।

সৌদি আরবের তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছ, খসড়া বিলটি সৌদি আরবের আইনের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ সংযোজন। এর মাধ্যমে একটি বড় আইনি শূন্যতা পূরণ হলো। যৌন হয়রানি রোধে এটি একটি বড় উদ্যোগ।

প্রসঙ্গত, সৌদি আরবের আধুনিকায়নে ও সংস্কারে কাজ করে যাচ্ছন ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান। দেশটিতে গত বছর নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, যা আগামী ২৪ জুন থেকে কার্যকর হবে।

সূত্র: এএফপি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com