বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ নারী দল

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ নারী দল

স্টাফ রিপোর্টার: নারীদের ক্রিকেটে ইতিহাস গড়ে ফেলল সালমা খাতুনের দল। মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলার বাঘিনীরা। আজ শনিবার প্রথম পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ৭০ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। এই জয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠলেন বাংলাদেশের মেয়েরা।

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ইতিমধ্যেই এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। প্রথম পর্বের চার ম্যাচ হারা মালয়েশিয়ার বিপক্ষে ফেবারিট হিসেবেই মাঠে নেমেছিল টাইগ্রেসরা। টসে জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেন আয়েশা রহমান ও শামিমা সুলতানা। ৫৯ বলে উদ্বোধনী জুটিতে এসে যায় ৫৯ রান। ২ চার ও ১ ছক্কায় ২৭ বলে ৩১ রান করেন আয়েশা।

তিনে নেমে এদিন সুবিধা করতে পারেননি দলের অন্যতম সেরা ব্যাটার ফারজানা হক। ৭ রান করতে খেলেছেন ১৫ বল। ৫৪ বলে ৪৩ রান করেন শামিমা। শেষ দিকে ১২ বলে অপরাজিত ২৬ রানের ঝড়ো ইনিংস খেলেন অলরাউন্ডার ফাহিমা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে টাইগ্রেসদের সংগ্রহ দাঁড়ায় ১৩০ রান। অধিনায়ক উইনিফ্রেড দুরাইসিঙ্গাম ২টি এবং শাশা ১টি উইকেট নেন।

টার্গেট বড় না হলেও মালয়েশিয়ার জন্য তা ছিল আকাশ সমান। তাদের খেলা দেখে মনে হয়েছে, ২০ ওভার টিকে থাকাটাই যেন অনেক বড় কিছু। অধিনায়ক উইনিফ্রেড দুরাইসিঙ্গাম অবশ্য বল হাতে ভালো করার পর নিজেদের ইনিংসের সর্বোচ্চ ১৭ রান করেন। বল হাতে যথারীতি দুর্দান্ত ছিলেন রুমানা আহমেদ। ৪ ওভারে ৮ রানে নিয়েছেন ৩ উইকেট। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬০ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা।

আগামীকাল রবিবার ভারতের বিপক্ষে ফাইনালে দেখা হবে বাংলার বাঘিনীদের।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com