শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন

খন্দকার মোশাররফের গাড়িবহরে বাসের ধাক্কা: ছাত্রদল নেতা নিহত

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮
  • ৪৪৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের গাড়িবহর সড়ক দুর্ঘটনায় পতিত হলে ছাত্রদলের একজন নেতা নিহত হয়েছেন। তবে অক্ষত রয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ মঙ্গলবার উপজেলার আমিরাবাদ বাস স্ট্যান্ডের নিকটে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় যুবদল ও ছাত্রদলের ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি আবুল কালাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সাহেব ও তার গাড়িটি অক্ষত রয়েছে।

এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জালাল হোসেন বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সাহেবের গাড়ির বহরের দুর্ঘটনায় পতিত গাড়ির যাত্রীদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে। মারাত্মকভাবে আহত আটজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com