রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন

গৈলা মডেল ইউনিয়নের উপ-নির্বাচন: আগৈলঝাড়ায় নৌকা প্রতীক প্রত্যাশী ১১জন

গৈলা মডেল ইউনিয়নের উপ-নির্বাচন: আগৈলঝাড়ায় নৌকা প্রতীক প্রত্যাশী ১১জন

আগৈলঝাড়া প্রতিনিধিঃ আগৈলঝাড়ার ৪নং গৈলা মডেল ইউনিয়নের উপ-নির্বাচনে নৌকার প্রতীক পেতে আওয়ামীলীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১১জন। আওয়ামীলীগ দলীয় সূত্রে জানা গেছে, রবিবার (১৬জুন) ১০ হাজার টাকা জমা দিয়ে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিনে দলের ১১জন নেতা কর্মী মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেছে।

মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান জামাল হোসেন গোমস্তা, উপজেলা কৃষকলীগ সভাপতি রমনী কান্ত সরকার, আওয়ামী সমর্থিত বিশিষ্ট ব্যবসায়ি গিয়াস উদ্দিন মোল্লা, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাবেক সাধারণ সম্পাদক সবুজ আকন, সাবেক ছাত্রলীগ নেতা শরীফ ইলিয়াস, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, কলেজ ছাত্রলীগ সাবেক নেতা মাহামুদুল ইসলাম সাগর সেরনিয়াবাত সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলী সাবেক সভপতি মরহুম ইউসুফ মোল্লার ছেলে ইয়াকুব আলী শিল্পী মোল্লা, সাব্বির উদ্দিন লিটন সেরনিয়াবাত।
উপজেলা বিএনপি সভাপতি আব্দুল লতিফ মোল্লা জানান, উপ-নির্বাচনে তারা দলীয় প্রার্থী দেবেন। এলক্ষে সোমবার বিকেলে দলের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে সভা ডেকেছেন তিনি। ওই সভায় দলীয় প্রার্থী নির্ধারণ করা হবে। তিনি আরও জানান, দলীয় প্রার্থীর তালিকায় চার জনের নাম আলোচনায় রয়েছে। দলীয় চূড়ান্ত সিদ্ধান্তের পর প্রার্থীর নাম ঘোষণা করবেন বলেও জানান তিনি। ১০ জুন ঘোষিত তফসিল অনুযায়ি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৪জুন, বাছাই ২৬জুন, প্রত্যাহার ৩জুলাই ও ভোট গ্রহন ২৫ জুলাই। প্রসংগত, গত ১২মে গৈলা ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমনের মৃত্যুর কারনে পদটি শূণ্য ঘোষণা করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com