সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন
শাহাজাতপুর ইউসুফ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় কতৃক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠান সহকারী শিক্ষক বাবু শচীন্দ্র নাথ বিশ্বাসের উপস্হাপনায়, প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম,এম ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক, আঃ আজিজ সরদার, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আঃ কাদের গাজী সহ অনান্য অতিথিবৃন্দ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি,বীর মুক্তিযোদ্ধা শেখ আমিনুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে যারা জীবিত আছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।উক্ত অনুষ্ঠানের সভাপতি, বঙ্গবন্ধু এবং তার পরিবারের প্রতি শোক প্রকাশ করে দোয়া অনুষ্ঠানের অনুমতি দেন। অত্র বিদ্যালয়ের মৌলবি শিক্ষক আঃ গফুরের পরিচালনায় মিলাদ মাহফিল শেষ হয়। অবশেষে সভাপতির সমাপনী বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের সম্পাতি ঘোষনা করেন।
খেশরা ইউনিয়ন থেকে রিয়াদ হোসেন