মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কসবায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত কটিয়াদীতে হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা বিয়ের ৪ মাসের মাথায় যৌতুকের দাবিতে নববধূকে পিটিয়ে আহত মুরগির বাচ্চায় দিনে ৯ কোটি টাকা লোপাট নরসিংদীতে জাতীয়তাবাদী মহিলা দলের উঠান বৈঠক কর্মীসভা অনুষ্ঠিত হরিপুরে গ্রামবাংলার ঝোপঝাড় হতে বিলুপ্তির পথে কুচফল ওয়াজের মাঠ কাপানো আর নারীদের খাট কাপানো হুজুর মুফতি মুহাম্মদ শফিকুজ্জামান দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ৮০০ নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে: রিজভী নির্বাচন কবে, সেই ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই : প্রেস উইং মোহাম্মদপুরে সন্ত্রাসী রহিম ও তার ছেলের অত্যাচার নির্যাতনে অসহায় এলাকাবাসী
সদরঘাট থেকে দক্ষিনাঞ্চলগামী লঞ্চ সরিয়ে নিয়েছে মাস্টাররা

সদরঘাট থেকে দক্ষিনাঞ্চলগামী লঞ্চ সরিয়ে নিয়েছে মাস্টাররা

অনলাইন ডেস্ক: অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিইউটিএ) একটি মামলায় সহকর্মীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে সদরঘাট পন্টুন থেকে কিছু গন্তব্যের লঞ্চ সরিয়ে নিয়েছে লঞ্চ মাস্টাররা।

বিআইডব্লিইউটিএর যুগ্ম পরিচালক আলমগীর কবীর বলেন, “পটুয়াখালীগামী এমভি আওলাদ-৭ এর মাস্টার ইসরাফিল ২৯ অগাস্ট একটি মামলায় আদালতে হাজির হতে গেলে তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়।

“এই ঘটনার প্রতিবাদে সকাল ১০টার দিকে পন্টুন থেকে লঞ্চগুলো সরিয়ে ফেলা হয়। সরিয়ে নেওয়া যানগুলো বিকেলে বরিশাল, ভোলা পটুয়াখালী যাওয়ার কথা রয়েছে। সদরঘাট থেকে চাঁদপুরগামী যানগুলো যাতায়াত করছে।”

এমভি আওলাদ লঞ্চের মালিক আওলাদ হোসেন বলেন, “এক বছর আগে ফতুল্লায় লঞ্চটি একটি বাল্কহেডকে ধাক্কা দেয়। পরে নারায়ণগঞ্জ সদর থানার ওসি ও স্থানীয় চেয়ারম্যান বিষয়টি মিটমাট করিয়ে দেন। তারপরেও বিআইডব্লিইউটিএ মামলা দেয়। ওই মামলায় ইসরাফিলকে কারাগারে পাঠানো হয়েছে।”

নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম বলেন, “আজ আদালত এখনও বসেনি। জামিন হয়ে গেলে যথারীতি লঞ্চ চলবে। ২৯ অগাস্ট যখন তাকে কারাগারে পাঠানো হয়, সেদিনই শ্রমিকরা লঞ্চ না চালানোর সিদ্ধান্ত নিয়েছিলো। ৫ দিন ধরে অপেক্ষা করছিলো। আজ তারা ক্ষুব্ধ।”

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com