বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সূত্রাপুর থানায় অপরাধ দমনে ওসি সাইফুল ইসলামের বলিষ্ঠ নেতৃত্বে গতিশীল পুলিশিং পর্ন ইন্ডাস্ট্রিতে পা রাখছেন আসামের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকান কুড়িগ্রামের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ যুক্তরাষ্ট্রে পণ্যে ৩৫% শুল্কের ছোবল, বিপদে বাংলাদেশি রপ্তানি খাত গ্রেপ্তারের ভয়ে গ্রামে পুরুষ নেই, কবর খুঁড়লেন পুলিশ সদস্যরা কনস্টেবলকে স্যার ডেকে ধরা খেলেন ভুয়া নারী এস আই ট্রাক্টর চালক বউ আনলেন হেলিকপ্টারে মাদকে সয়লাব ফরিদপুর ইউনিয়নের মধ্য ভাতশালা: নীরব প্রশাসন, আতঙ্কে এলাকাবাসী অর্থের প্রলোভনে কিডনি বিক্রির ফাঁদে নিঃস্ব গ্রামবাসী যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব: নাহিদ
আজ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

আজ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

অনলাইন ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপের দ্বাদশ আসরে প্রথম দুই ম্যাচের দুটিই জিতেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে আজ শনিবার বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে যা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও বিটিভি।দুই ম্যাচ শেষে গ্রুপ টেবিলটা দৃষ্টিনন্দন বাংলাদেশের জন্য। ৪ দলের গ্রুপটা শাসন করছে লাল-সবুজ জার্সিধারীরা। তার পরও একটা অস্বস্তি বাংলাদেশ শিবিরে। ৬ পয়েন্ট ঝুলিতে ভরেও সেমির অপেক্ষা। যে অপেক্ষা ৩ পয়েন্ট করে পাওয়া পাকিস্তান-নেপালেরও।

সেমিফাইনালে উঠতে নেপালের বিরুদ্ধে জিততেই হবে- এ সমীকরণ মেলাতে হবে না বাংলাদেশকে। ড্র হলেই চলবে। আবার হারলেও সমস্যা হবে না। বাংলাদেশ-নেপাল মাঠে নামার আগেই শেষ হয়ে যাবে পাকিস্তান-ভুটানের মধ্যে গ্রুপের অন্য ম্যাচটি। এ ম্যাচের ফল বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করে দিতে মাঠে নামার আগেই। পাকিস্তান পয়েন্ট খোয়ালেও শেষ চার নিশ্চিত হয়ে যাবে জেমি ডের শিষ্যদের।প্রথম ম্যাচে পাকিস্তান জিতলে সন্ধ্যায় নেপালের বিরুদ্ধে বাংলাদেশকে ড্র করতে হবে সমীকরণ এড়াতে। নেপাল জিতলে ৩ দলের পয়েন্ট হবে ৬। তখন গোল গড়ের হিসেবে শেষ চারের টিকিট পাবে দুই দল।পাকিস্তান আর নেপাল হারলে অঙ্কের হিসেবের ভাগীদার হবে ভুটানও। তবে তাদের জয়টা এত বড় ব্যবধানে হতে হবে যে, এই ভুটানকে দিয়ে তা আশা করছে না কেউ। পাহাড়ি দেশটি যে দুই ম্যাচে ৬ গোল খেয়ে বসে আছে।এই যে এত অঙ্কের হিসেবে তা মাথায় আনতে চান না বাংলাদেশ কোচ জেমি ডে। তার সব মনোযোগ নেপালের বিরুদ্ধে ম্যাচে। জয়ের নৌকায় চড়েই তিনি নোঙর ফেলতে চান তীরে-জয়ের হ্যাটট্রিক করেই বাংলাদেশকে নিয়ে যেতে চান সেমিফাইনালে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com