রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮

অন্তর রায়,ঠাকুরগাঁও প্রতিনিধি: নিহত সাহিদুর বালিয়াডাঙ্গী উপজেলার হরিরমারী গ্রামের খতিব উদ্দিনের ছেলে। তিনি একজন গরু ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার হরিনমারী গ্রামের খতিব উদ্দিনের ছেলে সাহিদুর রহমানসহ কয়েকজন মিলে রত্নাই সীমান্তের ৩৮২ নং পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এসময় ১৭১ সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ করে গুলি ছুড়লে সাহিদুর রহমান গুলিবিদ্ধ হয়। প্রাণের ভয়ে সঙ্গিরা সাহিদুরকে নদীতে ফেলে পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে বিজিবি ও পুলিশ সাহিদুরকে খুঁজতে থাকে। পরে রাত সাড়ে ১১টায় ৩৮২ নং পিলার এলাকার আমতলী গ্রাম সংলগ্ন নাগরনদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) চিত্ত রঞ্জন দাস জানান, আমরা প্রাথমিকভাবে ধারনা করছি সাহিদুর রহমান গুলিবিদ্ধ। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ আজ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com