বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০২:৪২ অপরাহ্ন

পাঁচ মিনিটে বিক্রি তিন বিলিয়ন মার্কিন ডলার!

পাঁচ মিনিটে বিক্রি তিন বিলিয়ন মার্কিন ডলার!

ডেস্ক: চাইনিজ ই-কমার্স জায়ান্ট ‘আলী বাবা’ পাঁচ মিনিটে ৩ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি পণ্য বিক্রির রেকর্ড গড়েছে। আর এক ঘণ্টায় বিক্রি হয়েছে ১০ বিলিয়ন মার্কিন ডলার। খবর খালিজ টাইমসের। ‘বার্ষিক ২৪ ঘণ্টা অনলাইন শপিং সেল’ নামক এই ইভেন্টে বিক্রির শীর্ষে রয়েছে অ্যাপল ও শাওমি।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস, জাপানের টোকিও ও ফ্রান্সের ফ্রাঙ্কফুটসহ বিশ্বের বিভিন্ন সিটি থেকে এই ইভেন্টে অর্ডার পাওয়া গেছে। এতে ডায়াপার থেকে শুরু করে মোবাইল ফোনসহ বিভিন্ন ধরনের পণ্যের অর্ডার করেছেন ক্রেতারা। গত বছর ২৪ ঘণ্টায় ২৫ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ মূল্যের পণ্য বিক্রি করেছিল প্রতিষ্ঠানটি। প্রতি বছর একটি বিশেষ দিনে ‘২৪ ঘণ্টা অনলাইন শপিং সেল’ নামে আন্তর্জাতিক শপিং উৎসবের আয়োজন করে ই-কমার্স জায়ান্ট আলী বাবা। রবিবার ১১/১১ (১১ নভেম্বর) উপলক্ষে এই ইভেন্ট চলছে। ১১/১১ এর সূচনা লগ্নে উপস্থিত ছিলেন আলী বাবা গ্রুপের নির্বাহী চেয়ারম্যান জ্যাক মা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com