রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :

ঠাকুরগাঁওয়ে নৌকার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮

অন্তররায়, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-৩ আসনে আওয়ামী লীগ থেকে সাবেকএমপি ইমদাদুল হককে মনোনয়ন দেয়ার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পীরগঞ্জ উপজেলা আ:লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১ নভেম্বর) দুপুরেপীরগঞ্জ পৌরশহরের চৌরাস্তা ও রেলগেট মোড়ে অবস্থানকরে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন উপজেলা আ:লীগ। এর আগে সকালে বিভিন্ন স্থানে খন্ডখন্ড মিছিল ও সড়কে আগুন জ্বালিয়ে দেন নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ।

এদিকে এই কর্মসূচী চলাকালিন পীরগঞ্জ পৌর এলাকায় প্রায় বেশিরভাগ দোকান-পাট বন্ধ থাকে।

এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, সাবেক এমপি ইমদাদুলহক, পীরগঞ্জের মেয়র কশিরুল আলম, ভারপ্রাপ্ত সভপতি একরামুল হকসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বক্তরা বলেন, সাবেক এমপি ইমদাদুল হককে আ:লীগ থেকে মনোনয়ন দেয়া না হলে রাজপথ রেলপথ বন্ধসহ কোঠর কর্মসূচির হুশিয়ারী দেন বক্তারা।

উল্লেখ্য এ আসনে ১৪ দলের প্রার্থী হিসেবে বর্তমান এমপি ওয়ার্কাস পার্টির ইয়াসিন আলীকে মনোনয়ন দেওয়ার খবরে এই কর্মসূচী পালন করা হয়। তবে এরই মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সাবেক এমপি ইমদাদুলহক।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com