শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
হজ কার্যক্রম নির্বিঘ্ন করতে শনিবার খোলা থাকবে ব্যাংক প্রাণঘাতী কফ সিরাপ কাণ্ড; কঠোর অবস্থান নিল সরকার গৌরীপুরে জমিদখলের চেষ্টার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সংবাদ সম্মেলন ১৫ স্ত্রী, ৩০ সন্তান নিয়ে আফ্রিকান রাজার বিলাসী জীবন এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ আবেদন করবেন যেভাবে অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক, নরসিংদী মডেল থানা, নরসিংদী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন সিংড়ায় বিএনপির গ্রীণ সিগন্যালে ধানের শীষের মনোনীত প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ আইসিসিবিতে বসেছে ৩ দিনব্যাপী ইন্টেরিয়র-ফার্নিচার-সাইনেজ এক্সপো ট্রাস্ট ইসলামী লাইফের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

এই স্কোর সিরিজ জয়ের জন্য যথেষ্ট?

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮
  • ৩৫৭

ক্রীড়া ডেস্কঃ প্রথম ওয়ানডেতে উইন্ডিজের দেওয় ১৯৬ রানের টার্গেট সহজেই চেজ করেছিল বাংলাদেশ। আজ সিরিজ জয়ের মিশনে দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়াল ৭ উইকেটে ২৫৫ রান। নিঃসন্দেহেই প্রথম ম্যাচের তুলনায় রানের সংখ্যা বেড়েছে। এখন এই পূঁজি নিয়ে আজই সিরিজ নিশ্চিত করতে পারে কিনা মাশরাফি বাহিনী, সেটাই এখন দেখার বিষয়।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুতে ধাক্কা খায় লিটন দাসের ইনজুরিতে। গতিময় ক্যারিবীয় পেসার ওশান টমাসের একটি ইয়র্কার ফ্লিক করতে করতে গিয়ে বল গিয়ে লাগে লিটনের ডান পায়ের গোড়ালির নিচে। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় ৫* রান করা লিটনকে। এরপর ৬ বল খেলে কোনো রান না করেই থমাসের বলে ইমরুল কায়েস ক্যাচ দেন উইকেটকিপার শাই হোপের গ্লাভসে।

এরপর বাংলাদেশকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেয় তামিম-মুশফিকের জুটি। তৃতীয় উইকেটে ১১১ রান যোগ করেন তারা। দুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি। তামিম ইকবাল ৬৩ বলে ৪ চার এবং ১ ছক্কায় ৫০ রানে দেবেন্দ্র বিশুর শিকার হলে ভাঙে এই জুটি। প্রায় ছক্কা হতে যাওয়া বলটি ডিপ মিড উইকেটের সীমানার ওপর থেকে দুর্দান্তভাবে তালুবন্দি করেন কেমার রোচ।

নিজের ইনিংস লম্বা করতে পারেননি মুশফিকুর রহিমও। তার ৮০ বলে ৬২ রানের থামে ওশান টমাসের অফ স্টাম্পের বাইরের বলে গ্লাইড করতে গিয়ে। ব্যাটের কানায় লেগে বল চলে যায় কিপারের গ্লাভসে। দলের হাল ধরেন সাকিব-মাহমুদউল্লাহ। জমে ওঠে জুটি। ভালো খেলতে খেলতেই পাওয়েলের বলে বাজে শটে ক্যাচ তুলে দেন মাহমুদউল্লাহ (৩০)। ৬১ রানের দারুণ জুটির অবসান হয় হেটমায়ারের তালুবন্দি করা ক্যাচে।

মাহমুদউল্লাহ আউট হওয়ার পর ব্যর্থতার পরিচয় দিয়ে আউট হন সৌম্য সরকার। বাজে শটে বিশু তালুবন্দি হয়ে ব্যক্তিগত ৬ রানে থমাসের তৃতীয় শিকার হয়েছেন তিনি। এরপরই আবারও মাঠে নামেন চোট পেয়ে মাঠ ছাড়া ওপেনার লিটন দাস। তবে তিনি ইনিংস বড় করতে পারেননি। কিমো পলের বলে ক্যাচ দিয়েছেন ব্যক্তিগত ৮ রানে। এর মাঝেই ৫৪ বলে ৪ চার এবং ১ ছক্কায় ক্যারিয়ারের ৪০তম হাফ সেঞ্চুরি তুলে নেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।

ইনিংসের শেষ দিকে রানের গতি বাড়াতে গিয়ে কেমার রোচের বলে বোল্ড হয়ে যান সাকিব। ৬২ বলে ৬ চার ১ ছক্কায় সাজানো ছিল তার ৬৫ রানের ইনিংস। সুযোগ পেয়েও ঝড় তুলতে পারেননি মাশরাফিও। অপরাজিত ছিলেন ১১ বলে ৬ রান করে। সিরিজে প্রথমবারের মতো ব্যাটিংয়ে নেমে মেহেদী হাসান মিরাজ ১০ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৫ রানে থামে বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথম ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ। উইনিং কম্বিনেশন ঠিক রাখতেই এই ব্যবস্থা। অন্যদিকে উইন্ডিজ একাদশে এসেছে একটি পরিবর্তন। ইতিমধ্যেই টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে টানা ব্যর্থতার চক্রে থাকা ওপেনার কাইরান পাওয়েল জায়গা হারিয়েছেন। তার বদলে সুযোগ পেয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান চন্দ্রপল হেমরাজ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: চন্দ্রপল হেমরাজ, শেই হোপ, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, রোস্টন চেইস, কিমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, ওশান টমাস।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com