রবিবার, ০৫ মে ২০২৪, ১১:১০ অপরাহ্ন

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) সংসদীয় আসন’র ভোট

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) সংসদীয় আসন’র ভোট

মোংলা প্রতিনিধি‍ঃ শান্তিপুর্ন পরিবেশে সকাল থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন ও গননা শেষ হয়েছে। মোংলা-রামপাল উপজেলা নিয়ে বাগেরহাট-৩ সংসদীয় এ আসনটি। এখানে আওয়ামীলীগ, বিএনপি, ইসলামী আনন্দোলন ও জাতীয়পার্টিসহ ৫জন প্রার্থী প্রতিদন্ধিতা করছিলেন। অপরদিকে দুপুর সাড়ে ১২টার সময় বাগেরহাট-৩ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী সাংবাদিকদের ভোট বর্জনের বিষয়টি অবহিত করে সংসদীয় আসনের নির্বাচন থেকে ভোট বর্জনের ঘোষনা দিয়েছেন। গতকাল রবিবার দুপুরে ধানের শীষ প্রতিকের প্রার্থী জামায়াতের জেলা নায়েবে আমির এ্যাডভোকেট মাওলানা আব্দুল ওয়াদুদ এ ঘোষণা দেন। এসময় তিনি বলেন, প্রার্থীরা প্রহসনের নির্বাচন, ভোটকেন্দ্রে এজেন্টদের ঢুকতে না দেওয়াসহ নানান অভিযোগ এনে তারা এ ভোট বর্জন করেছেন। তবে মোংলা-রামপাল বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী বেগম হাবীবুর নাহারসহ অপর চার প্রার্থী প্রতিদ্বন্ধিতায় নির্বাচনে রয়েছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৭ হাজার ৬৭জন, এ দুই উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৯৬টি। রাত সাড়ে ৭টার শেষ ফলাফল কবরে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে ৯৬টি কেন্দ্রে বেসরকারী ফলাফল, আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রর্থী বেগম হাবিবুন নাহার পেয়েছেন ১.৭৫.১৮৪ ভোট এবং তার নিকটতম প্রতিদন্ধী ওক্যফ্রেন্ট’র ধানেরশীষ প্রতিকের প্রর্থী জামায়াত নেতা এ্যাড. মাওলানা আব্দুল ওয়াদুদ পেয়েছেন ১৩.২৯৪ ভোট। এতে ১লাখ ৬১ হাজার ৮৯০ ভোট পেয়ে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক’র সহধর্মিনী বেগম হাবিুন নাহার বিজয়ী হয়েছেন। এ আসনটিতে এষ্টাইকিং ফোর্স হিসেবে আইনশৃংখালা রক্ষাকারী বাহিনী দায়ীত্বে ছিলেন মোংলা উপজেলায় নৌ-বাহিনীর ৭২জন সদস্য এবং রামপাল উপজেলায় ৬৭জন সেনা সদস্য ছাড়াও দুই উপজেলায় বিজিবির সদস্যরা টহলে রয়েছিল। আর ভোট কেন্দ্রেগুলোর দায়ীত্বে পুলিশ ও আনসার সদস্যরা সর্বক্ষনিক নিয়োজিত ছিল। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা বিরতিহীনভাবে চলছিল ভোট গ্রহন এবং গননা। শুরু থেকে শেষ পর্যন্ত মোংলা উপজেলায় অনাকাংক্ষিত কোন ঘটনার খবর পাওয়া যায়নী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com