শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৪ পূর্বাহ্ন
চকচকে সাইনবোর্ড টাঙানো, যাতে বড় বড় হরফে লেখা স্পা পার্লার।কিন্তু বাইরে থেকে বোঝার উপায় নেই ভেতরে কি হচ্ছে। ঐ স্পা পার্লারের আড়ালেই চলছিল দেহব্যবসা।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার পুলিশ সেখান অভিযান চালিয়ে থাইল্যান্ডের এক নারীকে গ্রেফতার করেছে। এ সময় থাইল্যান্ডের নাগরিকসহ আরও দুই নারীকে উদ্ধার করা হয়েছে। তাদের সেফ হোমে পাঠানো হয়েছে।
অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইন্সপেক্টর এস এ ইঙ্গোল বলেছেন, গোপন সংবাদের পেয়ে বীরার অঞ্চলে একটি স্পা-পার্লারে ফাঁদ পাতা হয়। দেহব্যবসা চলার বিষয়টি নিশ্চিত হওয়ার পর গতকাল সেখানে তল্লাশি চালায় পুলিশ। সেই তল্লাশিতে ৪৩ বছর বয়সি এক থাই নারীকে গ্রেফতার করা হয়। গত এক বছর ধরে ওই নারী দেহব্যবসা চালাচ্ছিলেন বলে ধারণা করছে পুলিশ।