ডেস্ক নিউজঃ ফেনীর দাগনভূঁঞা এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে র্যাব-৭ এর একটি আভিযানিক দলের গুলি বিনিময়ের ঘটনায় ঘটনাস্থল থেকে দুইজন মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ, ১টি ওয়ান শুটারগান ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার এবং আনুমানিক ২৫০ কেজি গাঁজাসহ ১টি কাভার্ড ভ্যান জব্দ করেছে র্যাব-৭।
ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের সিলোনীয়া এলাকায় এ ঘটনা ঘটে। সূত্র জানায়, ফেনী সদরের ধর্মপুরের একটি দল মাদক বহন করে নোয়াখালীর দিকে যাচ্ছিল- এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। এতে নিহতদের নাম আসাদ ও এনামুল হক আখন্দ বলে জানা গেছে। তারা মাদারিপুরের নাগরিক বলে জানা যায়।
র্যাব-৭ এর ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বিস্তারিত বিবরণ পরে জানাবেন বলে তিনি জানান।
সূত্র মতে, সোমবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে আসা র্যাবের একটি দলের সঙ্গে দাগনভূঁঞায় কথিত মাদক কারবারিদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে দুটি মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।