মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন
ভিশন বাংলা ডেস্কঃ সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সৎ ও আদর্শের প্রতীক কিংবদন্তী তুল্য রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলাম। টেলিভিশনে তার মৃত্যু সংবাদ প্রচারের সাথে সাথে কিশোরগঞ্জে শোকের ছায়া নেমে আসে। দলীয় নেতাকর্মীসহ অনেকেই রাতে ভিড় করেন জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। তাদের চোখে মুখে বিষাদের ছায়া। সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো কিশোরগঞ্জবাসী
বেশ কয়েক মাস ধরে থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন সৈয়দ আশরাফ। চিকিৎসাধীন থাকা অবস্থাতেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয় তাকে। অনুপস্থিতিতেই বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। তার মৃত্যুতে শুধু দলীয় নেতাকর্মী-সমর্থকরাই নন, সাধারণ মানুষও শোকে মুহ্যমান। প্রিয় অভিভাবককে হারানোর বেদনা সবার মাঝে।সবার একটাই কথা, সৈয়দ আশরাফের শূন্যতা সহজে পূরণ হবার নয়।কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান জানান, সৈয়দ আশরাফের মৃত্যুতে শুধু কিশোরঞ্জের রাজনীতিতেই শূন্যতার সৃষ্টি হয়নি, সারা দেশের রাজনীতিতেই শূন্যতার সৃষ্টি হয়েছে। কিশোরগঞ্জবাসী হয়েছে অভিভাবকহীন।