বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১১:২৪ অপরাহ্ন
ডেস্ক নিউজঃ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ ফের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। গতকাল শনিবার দুপুরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে এরশাদের এপিএস মনজুরুল ইসলাম জানান, রক্ত পরীক্ষার জন্য গতকাল দুপুরে সিএমএইচে যান এরশাদ। এ সময় চিকিৎসক তাঁকে পর্যবেক্ষণে থাকার অনুরোধ করেন। এ কারণে শনিবার রাতে হাসপাতালে থাকার সিদ্ধান্ত নেন তিনি। আজ রবিবার তাঁর বাসায় ফেরার কথা।
সাবেক এই রাষ্ট্রপতি কিছুদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছেন। গত নভেম্বর থেকে তাঁর অবস্থার অবনতি হয়। সর্বশেষ ১০ ডিসেম্বর তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। ফিরে আসেন ২৬ ডিসেম্বর। ফেরার পর থেকে প্রায়ই নিয়মিত পরীক্ষার জন্য সিএমএইচে তাকে যেতে হচ্ছে।