সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:২২ অপরাহ্ন

‘ভূখণ্ড দখল নয়, মানুষের হৃদয় জয় করতে চাই’

‘ভূখণ্ড দখল নয়, মানুষের হৃদয় জয় করতে চাই’

সিরিয়ার আফরিনে সামরিক অভিযান চালালেও সেখানে কোনো ভূখণ্ড দখল করা হবে না বলে ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তিনি বলেন, আমাদের কোনো ভূখণ্ড দখলের পরিকল্পনা নেই। আমরা মানুষের হৃদয় জয় করতে চাই।

এদিকে আফরিন এলাকায় মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর জন্য রাশিয়ার সঙ্গে তুরস্কের একটি চুক্তি হয়েছে বলে জানিয়েছেন এরদোগন।

রাজধানী আংকারা থেকে টেলিভিশনে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট এরদোগান প্রত্যয় ব্যক্ত করে বলেন, আফরিন অভিযান সম্পন্ন না হওয়া পর্যন্ত তুর্কি সেনারা পিছু হটবে না।

তিনি জানান, তুর্কি সেনারা আফরিন শহরের নিয়ন্ত্রণ নেবে, যাতে অন্য শহরের মতো সেখানেও সাধারণ মানুষ ফিরে যেতে পারেন।

এরদোগান বলেন, আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আফরিন সমস্যার সমাধান করা হবে এবং আমরা সেখান থেকে পিছিয়ে আসব না। আমরা বিষয়টি নিয়ে রুশ বন্ধুদের সঙ্গে কথা বলেছি। আমাদের মধ্যে একটি চুক্তি হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট জানান, আফরিন অভিযানের বিষয়ে আংকারা আমেরিকাসহ আরবও কয়েকটি শক্তির সঙ্গে কথা বলেছে। তবে আমেরিকাকে কিছু বিষয়ে একমত করানো যায়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com