বৃহস্পতিবার, ১৯ Jun ২০২৫, ১২:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নরসিংদীতে বিএসটিআই ও জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান: দুটি মিষ্টির দোকানে জরিমানা দখলকৃত প্রেসক্লাব অবমুক্ত করতে সাংবাদিকদের ৭ দিনের আল্টিমেটাম দাবি নিষ্পত্তিতে নির্ভরযোগ্য অবস্থানে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স শেখ হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি ট্রাইব্যুনালের পিরোজপুর জেলা বিএনপির সংগ্রামী নেতা শেখ রিয়াজ উদ্দিন রানার নেতৃত্বে রাজপথে উদ্দীপনা জ্বালানির দাম বাড়বে কি না, জানালেন অর্থ উপদেষ্টা ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি জহিরের বিরুদ্ধে ফের বর্বরতা, খালপাড়ে মোখলেসের দুই হাত কেটে দিলো কুড়িগ্রামে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মর্মান্তিক মৃত্যু কোটি কোটি টাকা আত্মসাৎ করে দেশকে পরাধীন-এর গোলাম বানিয়েছে তাদের মুখে দেশ পরিচালনার কথা মানায় না- সাজ্জাদুল মিরাজ ঝিনাইদহে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে কৃষক বাবার মৃত্যু 
১ শতাংশ শীর্ষধনীর হাতেই বিশ্বের ৮২ ভাগ সম্পদ!

১ শতাংশ শীর্ষধনীর হাতেই বিশ্বের ৮২ ভাগ সম্পদ!

গত এক শতাব্দীর ভেতর বর্তমানে ধনী-গরীবের বৈষম্য সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

আর সম্পদের এই অসমতা বেড়েই চলেছে। ধনী-গরীবের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বিশ্বের এক শতাংশ শীর্ষধনীর হাতেই এখন ৮২ ভাগ সম্পদ রয়েছে।

সম্প্রতি শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা অক্সফাম-র এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে অক্সফাম এ রিপোর্টটি প্রকাশ করে।

অক্সফাম জানিয়েছে, বর্তমানে বিশ্বে দুই হাজার ৪৩ জন বিলিওনিয়ার রয়েছেন। গত ১২ মাসে এ বিলিওনিয়ারদের সম্পদ ৭৬২ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনে নারী বিলিওনিয়ারদের সম্পর্কে তথ্য তুলে ধরে বলা হয়, নারীরা পুরুষের চেয়ে কম অর্থ উপার্জন করেন। তাদের মজুরিও কম দেয়া হয়। প্রতিবেদন অনুযায়ী, প্রতি ১০ বিলিওনিয়রের ৯ জনই পুরুষ।

অক্সফামের প্রধান নির্বাহী মার্ক গোল্ডরিং বলেন, ‘এ পরিসংখ্যানে প্রকাশ পেয়েছে বর্তমানে বিশ্বের অর্থনীতিতে যা চলছে, তা সুষম নয়। অতীতে এ বৈষম্যের হার এতো বেশি ছিল না।’

অন্য একটি প্রতিবেদনে দেখা যায়, শীর্ষ এক শতাংশ ধনীর হাতে ২০০০ সালে ছিল প্রায় ৪৫ ভাগ সম্পদ। অক্সফাম জানিয়েছে, প্রতি দুই দিনে একজন করে মানুষ বিলিওনিয়ার হচ্ছেন।

১ শতাংশ ধনী বিশ্বের ৯৯ শতাংশের মানুষের সম্পদকে ছাড়িয়ে গেলে দারিদ্রের বিরুদ্ধে লড়াই করা আরো কঠিন হয়ে দাঁড়াবে। আর তাই অসমতা দূর করতে বিশ্বের দেশগুলোর সরকারকে ৭-দফা পরিকল্পনা নিয়ে এগুনোর আহ্বান জানিয়েছে অক্সফাম। তথ্যসূত্র: বিবিসি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com