বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমি অফিসে দালালচক্রের তৎপরতা: প্রতারক হিমুর খপ্পরে সাধারণ মানুষ সনদ জালিয়াতির : মনোহরদীর বিএনপির সদস্য সচিব দোলনের ইস্তফাপত্র ক্রিকেট ম্যাচে ওভার না দেওয়ায় গুলি, প্রাণ গেল দুই ভাইয়ের শাকিবের পারিশ্রমিক ৩ কোটি, যা বললেন প্রযোজক নড়াইলে শিক্ষার্থী আল মামুন হত্যাকাণ্ডের প্রতিবাদে সহপাঠী স্বজনদের মানববন্ধন রায়পুরায় মোবাইল কোর্টের মাধ্যমে নিন্মমানের বিপুল পরিমাণ পানীয় পণ্য ধ্বংস গাজায় ইসরায়েলি হামলায় চার সাংবাদিকসহ নিহত ১৯ ওয়ালটন ডিজি-টেকের দেশব্যাপী ডিলার মিট সিলেটে ন্যাশন্যাল লাইফের ৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ প্রিমিয়ার ব্যাংকের নতুন চেয়ারম্যান আরিফুর রহমান
১ শতাংশ শীর্ষধনীর হাতেই বিশ্বের ৮২ ভাগ সম্পদ!

১ শতাংশ শীর্ষধনীর হাতেই বিশ্বের ৮২ ভাগ সম্পদ!

গত এক শতাব্দীর ভেতর বর্তমানে ধনী-গরীবের বৈষম্য সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

আর সম্পদের এই অসমতা বেড়েই চলেছে। ধনী-গরীবের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বিশ্বের এক শতাংশ শীর্ষধনীর হাতেই এখন ৮২ ভাগ সম্পদ রয়েছে।

সম্প্রতি শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা অক্সফাম-র এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে অক্সফাম এ রিপোর্টটি প্রকাশ করে।

অক্সফাম জানিয়েছে, বর্তমানে বিশ্বে দুই হাজার ৪৩ জন বিলিওনিয়ার রয়েছেন। গত ১২ মাসে এ বিলিওনিয়ারদের সম্পদ ৭৬২ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনে নারী বিলিওনিয়ারদের সম্পর্কে তথ্য তুলে ধরে বলা হয়, নারীরা পুরুষের চেয়ে কম অর্থ উপার্জন করেন। তাদের মজুরিও কম দেয়া হয়। প্রতিবেদন অনুযায়ী, প্রতি ১০ বিলিওনিয়রের ৯ জনই পুরুষ।

অক্সফামের প্রধান নির্বাহী মার্ক গোল্ডরিং বলেন, ‘এ পরিসংখ্যানে প্রকাশ পেয়েছে বর্তমানে বিশ্বের অর্থনীতিতে যা চলছে, তা সুষম নয়। অতীতে এ বৈষম্যের হার এতো বেশি ছিল না।’

অন্য একটি প্রতিবেদনে দেখা যায়, শীর্ষ এক শতাংশ ধনীর হাতে ২০০০ সালে ছিল প্রায় ৪৫ ভাগ সম্পদ। অক্সফাম জানিয়েছে, প্রতি দুই দিনে একজন করে মানুষ বিলিওনিয়ার হচ্ছেন।

১ শতাংশ ধনী বিশ্বের ৯৯ শতাংশের মানুষের সম্পদকে ছাড়িয়ে গেলে দারিদ্রের বিরুদ্ধে লড়াই করা আরো কঠিন হয়ে দাঁড়াবে। আর তাই অসমতা দূর করতে বিশ্বের দেশগুলোর সরকারকে ৭-দফা পরিকল্পনা নিয়ে এগুনোর আহ্বান জানিয়েছে অক্সফাম। তথ্যসূত্র: বিবিসি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com