শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৩:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
‘মঙ্গল শোভাযাত্রার’ নাম পরিবর্তন রবিবার ৩ জেলায় সাধারণ ছুটি, সব মিলিয়ে ৪ দিন চীনা পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র সারা দেশে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদ ও শাস্তির দাবিতে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন অনুষ্ঠিত নরসিংদীতে মোবাইল কোর্ট পরিচালনা: ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে দুই প্রতিষ্ঠানের মালিককে জরিমানা এনসিপির পক্ষে নরসিংদীতে এড. শিরিন আক্তার শেলি এর গণসংযোগ হাই কোর্টের নির্দেশ অমান্য করে চট্টগ্রাম এয়ার পোর্ট ভিআইপি রোডে চলছে অবৈধ ব্যাটারী চালিত টমটম “মানছে না ট্রাফিক আইন” সৎ মা-ভাইদের হামলায় বাবার বাড়ি থেকে বিতাড়িত অসহায় মেয়ে ও তার মা.. জীবনের ঝুঁকি নিয়ে তারা ঘুরছে প্রশাসনের দ্বারে দ্বারে প্রকাশিত সংবাদের প্রতিবাদ মা হারা, এতিম অসহায় মেধাবী শিক্ষার্থী মতিউরের স্বপ্ন– ডাক্তার হতে চাই
ভাঁজ করা স্মার্টফোন বাজারে আনছে শাওমি

ভাঁজ করা স্মার্টফোন বাজারে আনছে শাওমি

ডেস্ক নিউজঃ প্রয়োজনে হাতের স্মার্টফোনটির ভাঁজ খুলে ট্যাবলেটে রূপান্তরিত করা যায়, আবার ডিসপ্লের দুপাশের অংশ পেছনে ফোল্ড করে পুনরায় ফোন হিসেবেও ব্যবহার করা যায়।এমনই একটি আশ্চর্য ফোন উন্মোচন করার কথা জানিয়েছে চীনের স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান শাওমি।

চীনা প্রযুক্তি সংস্থা সোশ্যাল মিডিয়া সাইট ওয়েইবোতে দেয়া একটি পোস্টে কম্পানিটি প্রতিশ্রুতি দিয়েছে যে ডবল ভাঁজ করা ডিভাইসটি শিগগিরই বাজারে আসছে এবং সাধারণ মানুষকে এর নাম ঠিক করার ব্যাপারে সাহায্য করার জন্য আহ্বানও করা হয়েছে।যদিও স্যামসাং এবং স্টার্টআপ রয়্যাল আগেই তাদের নিজস্ব নমনীয় স্ক্রিনযুক্ত ফোন উন্মোচন করেছিল। কিন্তু তাদের ফোনগুলো শুধু একবার ফোল্ড করা যায়।পরামর্শক প্রতিষ্ঠান সিসিএস ইনসাইটের বেন উড বলেছেন, ‘এটি খুবই মজার যে, শাওমি তাদের ফোনের প্রোটোটাইপে তিনটি উপায়ের ভাঁজ করার পদ্ধতি বের করতে পেরেছে।’বেন উড বলেন, ‘সাধারণত ফোনের যে অংশে ভাজটা পড়ে যেখানে সমস্যার আশঙ্কা বেশি থাকে।’তার পরও ফোল্ডেবল স্ক্রিনের এ ধারণা স্মার্টফোন প্রস্ততকারকদের তাদের ফোনগুলোকে অন্য ফোনগুলোর চাইতে আলাদা করবে।এ কারণে নতুন প্রযুক্তি সংবলিত এই স্মার্টফোনটি যথেষ্ট ব্যয়বহুল হবে বলে ধারণা করা হচ্ছে।উড বলেন, ‘এ ভাঁজ করা ট্যাবলেটসহ একটি স্মার্টফোন যে গ্যাজেটপ্রেমীদের চুম্বকের মতো টানব তাতে কোনো সন্দেহ নেই।’এ ছাড়া এই ফোনটিকে রক্ষায় এর কেসের ডিজাইনটি কেমন হতে পারে সেটা নিয়েও চিন্তায় পড়েছেন কেস উৎপাদকরা।হুয়াওয়ে জানিয়েছে, চলতি বছরেই তারা একটি ফোল্ড-আউট স্ক্রিনের ফোন বের করতে যাচ্ছে।এ ধরনের ঘোষণা আরও আগে দিয়েছে স্যামসাং। তাদের গ্যালাক্সি এক্স ফোনে এ প্রযুক্তি সংযোজনের পরিকল্পনা রয়েছে।
-খবর বিবিসি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com