বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে চলতি বছর মৃত্যু ২০০ ভুয়া গ্রুপ-ওয়েবসাইটের ফাঁদে হাজার হাজার বিনিয়োগকারী ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরছে খাগড়াছড়ি ভালো কিছু সহজে আসে না, সংগ্রাম করতে হয়: ভাবনা গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবে পৌরসভার পূজা মণ্ডপ পরিদর্শক করেন আলী আকবর আনিছ নড়াগাতীতে পুজামণ্ডপ পরিদর্শন ও উন্নয়ন অঙ্গীকার: শান্তি ও ঐক্যের বার্তা গ্রাহকের টাকায় বেহিসাবি ব্যয় ৮৩৩ কোটি টাকা :৪৩ বিমা কোম্পানি তারেক রহমানের শুভেচ্ছা ও অনুদান পৌঁছে দিলেন বিএনপি নেতা ব্যারিস্টার অমি কুড়িগ্রাম রাজারহাটে দূর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সাথে আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ-এর শুভেচ্ছা বিনিময় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আস্থা লাইফ ইন্স্যুরেন্সের

পদ্মা-মেঘনায় দু’মাস মাছ ধরা নিষিদ্ধ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মার্চ, ২০১৯
  • ৫১৩

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকার প্রতি বছরের মতো এবারও ইলিশের অভয়াশ্রম চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে মার্চ-এপ্রিল দুই মাস জাল ফেলা নিষিদ্ধ করেছে।বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিট থেকে এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে। তা বলবৎ থাকবে আগামী ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত। তবে এ সময়ে পেশাজীবী জেলেদের জীবনধারনের জন্য সরকার থেকে সহযোগিতা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশের ইলিশ সম্পদের উন্নয়ন ও জাটকা রক্ষায় ২০০৬ সাল থেকে প্রতি বছর এই দুই মাস চাঁদপুরের মেঘনা নদীর ষাটনল থেকে চরভৈরবি পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়। এই সময় নদীতে জেলা টাস্কফোর্স নিয়মিত পাহারা দেয়। টাস্কফোর্সের পাশাপাশি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিডিআর) ও কোস্ট গার্ডও মোতায়েন করা হয়।জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল্লাহ বাকী বলেন, এই সময় অভয়াশ্রম এলাকায় সব ধরনের জাল দিয়ে মাছ আহরণ, মজুদ, ক্রয়-বিক্রয় ও পরিবহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যদি কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করে মাছ আহরণ করেন তাহলে তাদের বিরুদ্ধে মৎস্য আইনে পাঁচ হাজার টাকা জরিমানা, দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডিত করা হবে।মৎস্য কর্মকর্তা আরো জানান, জেলার মতলব উত্তর, মতলব দক্ষিণ, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় ৫১ হাজার ১৯০ জন তালিকাভূক্ত জেলেকে এই দুই মাস বিকল্প কর্মসংস্থান হিসেবে সরকারের পক্ষ থেকে সেলাই মেশিন, গবাদিপশুসহ অন্যন্যা সমাগ্রী দেওয়া হবে।এ ছাড়া ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত চার মাস প্রত্যেক জেলেকে ৪০ কেজি করে চাল দেওয়া হবে বলেও জানান জেলা মৎস্য কর্মকর্তা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com