মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:১১ অপরাহ্ন
অন্তর রায় প্রিন্স,ঠাকুরগাঁও প্রতিনিধি : বর্ণিল আয়োজনে ঠাকুরগাঁওয়ের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৯ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য অনুষ্ঠানের শুভ সুচনা করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। দিনব্যাপী চলা বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণ ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় অুনষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয়ের অধ্যক্ষ নলিনী মোহান্ত এর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) মো: আমিনুল ইসলাম, সাবেক জেলা ক্রিড়া অফিসার আবু মহিউদ্দিন সহ জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের সহধর্মীণি ও সন্তানেরা।অনুষ্ঠানের সার্বিক নির্দেশনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা রেখা চক্রবর্তী ও আফরোজা রিকা।