শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে শান্তিপুর্ণ পরিবেশে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ মার্চ, ২০১৯

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি: সম্পন্ন শান্তিপূর্ণ পরিবেশে ঠাকুরগাঁওয়ের ৫টি উপজেলায় ৪০২টি কেন্দ্রে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।আজ সোমবার সকাল ৮টা থেকে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।সকালে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই কম দেখা গেলেও বেলা বাড়ার পর ভোটারদের উপস্থিতি কিছুটা বাড়ে।

তবে ব্যতিক্রম চিত্র দেখা গেছে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নে। অন্যান্য জেলার অনেক উপজেলায় যেখানে সকাল থেকে ভোটারের দেখাই মিলছে না সেখানে এই ইউনিয়নের ভোটাররা রীতিমতো দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।সরেজমিনে দেখা যায়,সদর উপজেলার বাংরোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে এখানে নারী ভোটারদের উপস্থিত বেশি থাকলেও পুরুষ ভোটার কম। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৫৭১ জন।

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে প্রত্যেক উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এছাড়া কেন্দ্রগুলোতে আনসার, পুলিশের পাশাপাশি বিজিবি ও র‌্যাব টহল মোতায়েন ছিলো । ভোট গ্রহণ সম্পন্ন হওয়া পর্যন্ত বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গী, হরিপুর, রাণীশংকৈল ও পীরগঞ্জ মোট ৫টি উপজেলার ৫৩টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৯ লক্ষ ৯৫ হাজার ৯৫৪ জন। এর মধ্যে মহিলা ভোটার ৪ লক্ষ ৯২ হাজার ৮২৩ এবং পুরুষ ভোটার ৫ লক্ষ ৩ হাজার ১৩১ জন। ৫ উপজেলায় চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন  প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com