শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৫:৪৭ পূর্বাহ্ন
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন শুধ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ০২ মার্চ-২০১৬, সারাদেশে ১২৫ টি উপজেলা পর্যায়ে এই আইসিটি ট্রেনিং উদ্বোধন করেন। এরই ধারাবাকিতায় ডিমলা উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে কম্পিউটারের উপর ১৫ দিনের ট্রেনিং পরিচালনা করে আসিতেছেন। ডিমলা উপজেলায় ৬ষ্ঠ ব্যাচের বিভিন্ন প্রতিষ্ঠানের ২৪ জন শিক্ষক/শিক্ষিকাদের নিয়ে ২৭ মার্চ-১৯ হতে ১১ এপ্রিল-১৯ পর্যন্ত উক্ত প্রশিক্ষন চলে। আজ বৃহস্পতিবার সকালে কম্পিউটারের উপর ৫০ নম্বরের পরীক্ষা শেষে দুপুর ২ টার সময় মোঃ রেদওয়ানুল রহমার, সহকারী প্রোগ্রাম (টওঞজঈও) এর সভাপতিত্বে শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণী সভায় মোঃ আব্দুল হালিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,ডিমলা ও ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন- অশোক কুমার মোহন্ত ও কম্পিউটার অপারেটর জামিল হায়দার, রোকনুজ্জামান। সভাপতি তার বক্তবে বলেন যে, আপনারা এখানে যে প্রশিক্ষণ গ্রহন করেছেন তা যে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মাঝে শিখাতে পারেন সে জন্য নিজেকে আরো ভালো করে তৈরী করে নিয়ে বাস্তব প্রশিক্ষনের মাধ্যমে শিখাতে হবে। এছাড়াও উপজেলা মাধ্যমিক কর্মকর্তা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি স্কুল,কলেজ ও মাদ্রাসায় কম্পিউটার ল্যাব প্রদান করেছে যাহা প্রতিটি শিক্ষককে সুন্দর ভাবে প্রশিক্ষণ গ্রহন করে ছাত্র/ছাত্রীদের তথ্য ও প্রযুক্তি বিষয়ে গড়ে তুলতে হবে এবং বর্তমান প্রজন্মই ভবিষ্যৎ ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গিকার।