শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক : মাঠের সংখ্যা বেড়েছে। তবে আরো মাঠ চাই ক্রিকেটের। সে প্রয়োজন মেটাতেই রাজধানীর পূর্বাচলে নিজস্ব অর্থায়নে আন্তর্জাতিক মানের মাঠ তৈরি আসছে শীতে শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল এসংক্রান্ত একটি সভা শেষে বিসিবি পরিচালক ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম তেমনটাই জানিয়েছেন।
পূর্বাচল মাঠের সৌন্দর্য ও মান দিয়ে সারা বিশ্বকে চমকে দেওয়ার পরিকল্পনার কথা আগেই শোনা গেছে বিসিবির ঊর্ধ্বতনদের মুখে। গতকাল তারই প্রতিধ্বনি মাহবুব আনামের কণ্ঠে, ‘আমাদের লক্ষ্য এমন একটি স্টেডিয়াম তৈরি করা, যা এ অঞ্চল তো বটেই সারা ক্রিকেটবিশ্বেই হবে বলার মতো।’ সরকারের কাছ থেকে নামমাত্র ১০ লাখ টাকা মূল্যে ৩৭.৪৯ একর জমি পেয়েছে বিসিবি। নতুন এ আন্তর্জাতিক স্টেডিয়াম নৌকার আদলে করার অভিপ্রায় বিসিবির। তবে স্টেডিয়ামের চূড়ান্ত আদল নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছেন না গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান, ‘প্রকল্প বাস্তবায়নের প্রথম সভা ছিল আজ। কিভাবে আমরা পরিকল্পনা করব, তার একটি রূপরেখা করা হয়েছে। এই কমিটিতে বাইরে থেকে বেশ কয়েকজন বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত করা হবে। বুয়েট থেকেও প্রতিনিধি নেওয়া হবে।’ অবশ্য প্রাথমিক কর্মপন্থা নির্ধারণ করে ফেলেছে মাহবুব আনামের নেতৃত্বাধীন এ কমিটি, ‘এ মাসের মধ্যেই আমরা মাঠের দখল বুঝে নেব। এরপর সাইট অফিস তৈরি থেকে কাজে গতি আসবে। আসছে শীতে স্টেডিয়াম তৈরির কাজ দৃশ্যমান হবে। আশা করি দুই বছরের মধ্যে স্টেডিয়াম নির্মাণ শেষ হবে।’
এদিকে বিসিবির প্রধান কার্যালয়ও কি নতুন স্টেডিয়ামে স্থানান্তরিত হবে কি না, সেটি নিশ্চিত করে বলতে পারেননি মাহবুব, ‘এ ব্যাপারে ক্রিকেট বোর্ড পরে সিদ্ধান্ত নেবে। এখন বলার উপায় নেই। আর এটা এমন একটা প্রতিষ্ঠান যে খেলার মাঠের প্রয়োজনীয়তা এর কখনোই ফুরাবে না। এটা (মিরপুর) একটা আন্তর্জাতিক মাঠ। এর রক্ষণাবেক্ষণও সেভাবে হবে।’